কঠিন বাস্তবতা

অনেকের মুখে শুনেছি মানুষের জীবনে ৮০% বাস্তবতা আর ২০% আবেগ নাকি খুব বেশি জরুরী। কিন্তু আমি কেনো পারছি না সেরকম হতে কার অভাব, কিসের অভাব...?? যা চাই তা পাই না, যদি পাই তাও আবার হারাই। অনেক সময় ভাবি অবাস্তব সব জিনিস নিয়ে যার কোনো আগা - গোরা নেই, শুরু শেষ নেই। তারপরও ভেবে যাই অবিরত ক্লান্তিহীন, ভেবে যাই আনমনে, তাকিয়ে থাকি মূর্ছা যাওয়া চোখে...।