আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমাদের বন্ধুত্ব হতো সবার সাথেই কোন কারণ ছাড়াই। সে বন্ধুত্বে থাকতো না কোন ভালো-মন্দ বাছ বিচার, মন যে ভাবে চাইতো সে ভাবেই বন্ধুত্ব হয়ে যেত। এটাই হল প্রকৃত বন্ধুত্ব। এ বন্ধুত্ব মিত্যুর আগ পযন্ত থাকে।
আস্তে আস্তে আমরা যখন বড় হতে শুরু করি, স্কুল জীবন শেষ করি তখন কলেজ জীবনে এসে আমার ভালো-মন্দ বিবেচনা করে বন্ধুত্ব করি। এ বন্ধুত্বে থাকে নিজের স্বার্থ আর স্বার্থ উদ্ধারের চিন্তা। যার কারণে এ বন্ধুত্ব অল্পতেই ভেঙ্গে যায়।
আমরা যতই বড় হতে থাকি আমাদের মাঝে ততই জটিলতা চলে এসে, ছোট বেলায় আমাদের মাঝে কোন জটিলতা ছিল না ......।।
আস্তে আস্তে আমরা যখন বড় হতে শুরু করি, স্কুল জীবন শেষ করি তখন কলেজ জীবনে এসে আমার ভালো-মন্দ বিবেচনা করে বন্ধুত্ব করি। এ বন্ধুত্বে থাকে নিজের স্বার্থ আর স্বার্থ উদ্ধারের চিন্তা। যার কারণে এ বন্ধুত্ব অল্পতেই ভেঙ্গে যায়।
আমরা যতই বড় হতে থাকি আমাদের মাঝে ততই জটিলতা চলে এসে, ছোট বেলায় আমাদের মাঝে কোন জটিলতা ছিল না ......।।
Post a Comment