একাকিত্বের সাথে বন্ধুত্ব

আজকের দিনটা কেমন যেন লাগছে, কিছুতেই মনটাও বসছে না। সময়টাও যেন কাটছেনা, এবং গানও শুনতে ইচ্ছে করছে না। মাঝে মাঝেই এমনটি হয়ে থাকে। হয়ত সবারই এমনটি হয়ে থাকে মাঝে মাঝে। তখন মনের সমস্ত কষ্টগুলো, সমস্ত ব্যথা গুলো যেন এক হয়ে যায়। সে গুলো নিয়ে শুধু ভাবতেই যেন ভালো লাগে। আর সেই সব ভাবতে ভাবতে বুকের ভিতরটা দুমড়ে-মুচড়ে যন্ত্রনায় একাকার হতে থাকে। তখন মনে হয় যেন, কেউ আমার সঙ্গী হতে চায়না, কেউ আমাকে অনুভব করতে পারেনা, কেউ আমাকে বুঝতে চায়না, কেউ আমাকে বিশ্বাস করেনা, এমন কি কেউ আমাকে ভালোও বসেনা। তখন যেন নিজেই কোথায় হারিয়ে যাই এবং কেমন যেন আনমনা হয়ে পড়ি। কিন্তু ঠিক তখনই নিজের মনের গভীরে শুধু এক জনকেই খুঁজে পাই, আর সেই হলো আমার "একাকিত্ব"

তাই মনটাকে ভালো করার জন্য এককাপ চা একহাতে নিয়ে, অন্যহাতে একটা বই নিয়ে, জানালার পাশে সোফাটায় বসলাম। এবং বইটা পাশে রেখে জানালাটা সম্পূর্ণ খুলে দিয়ে মুক্ত আকাশটাকে অবাক চোখে দেখছিলাম। আর মনে হচ্ছিল যেন কারোর জন্য অপেক্ষা করছি। হঠাৎ পাশে কাউকে যেন অনুভব করলাম এবং কিছু যেন একটা শুনতেও পেলাম। পাশ ফিরে তাকাতেই দেখি পাশে কেউ নেই...শুন্য, ফাঁকা...।।
আর আমিও আমার বই পড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। আর সে ছিলো আমার নুতন শক্তি, সব চেয়ে প্রিয় বন্ধু, সে আমার "একাকিত্ব"। সত্যিই তাকে আমি প্রচন্ড রকম ভালবাসি। যদিও মাঝে মাঝে তার সাথে আমি আনন্দিত হইনা। তবে যখনই কোন কিছু নিয়ে ভাবতে চাই, কোন কিছু লিখতে চাই কিংবা মন খারাপ হয় ঠিক তখনই আমার এই একাকিত্বটাকে নিয়ে ভীষণ সাচ্ছন্দ্য বোধ করি। কারণ সত্যিই যে, সে আমার চমৎকার একটা বন্ধু।