নিঃসঙ্গ রাতের বুকে সবাই যখন ঘুমে নিশ্চুপ,
একলা আমি হতাশার কাফনে জড়িয়ে হিসেব মিলাই জীবনের খাতায়।
যার প্রতি পাতা জুড়ে আছে শুধু ভুলের সমীকরণ,
পাওয়া না পাওয়ার দাঁড়িপাল্লায় না পাওয়াটাই পড়ে থাকে সীমাহীন এক শূন্যতায়।
ঠিক যেন আমার মতো একলা একজন।
বিষণ্ণতার কবরে শুয়ে আমি অপেক্ষায় থাকি,
কখন ঘুম পাড়ানি মাসী-পিসী এসে জাদুর কাঠি বুলিয়ে দিবে।
জীবন যুদ্ধে ক্লান্তি আমার দু'চোখে।
কখন তলিয়ে যাবো নিঃসীম অন্ধকারে,
কখন আঁধারের কালো চাদর ঢেকে দিবে
আমার সব ব্যর্থতা..।
Post a Comment