মান-অভিমান ও Sorry

হয়তবা আপনার প্রিয় মানুষটির সাথে আপনি নেই... অনেক অনেক কারণে আজ আপনারা একে অপরের কাছ থেকে অনেক দূরে ... হয়তোবা, তার প্রতি আপনি এমন কিছু করেছিলেন যা আপনার করা উচিত ছিলনা...আপনার সেই সব ভুলের জন্য কি তাকে একটি বার sorry বলাটা কি আপনার উচিত না... ?? হয়তো আপনি ভাববেন sorry বললে আপনি তার কাছে ছোট হয়ে যাবেন কিন্তু না...।। Sorry বললে কেউ কখনো ছোট হয় না বরং এটা প্রকাশ পায় তাকে আপনি কতোটা Importance দেন, তার উপস্থিতি আপনার কাছে কতোটা গুরুত্বপূর্ণ ।

হয়তোবা, তার কাছে এখন আপনার সেই sorry এর কোন দাম থাকবে না।
তবুও, আপনার প্রতি তার respect বাড়বে যখন সে ভাববে আজ আপনার সেই সব কাজের জন্য আপনি অনুতপ্ত।
সব সম্পর্কেই মান অভিমান থাকবে।(সম্পর্ক বলতে আমারা এখন শুধু একটি ছেলে আর একটি মেয়ের সম্পর্ককেই বুঝি কিন্তু তা না। সম্পর্ক বলতে বাবা-মা, ভাই-বোন, স্বামী-স্ত্রী এর সম্পর্ক, বন্ধুত্তের সম্পর্কও বুঝায়...।) তাই বলে আপনার প্রিয় মানুষ আগে আপনার মান ভাঙাবে এটা মনে করে বসে থাকবেন না। আপনি যেমন ভাবতেছেন আপনার প্রিয় মানুষটি এসে আপনার মান ভাঙ্গাবে হয়তো সেও ভাবতেছে আপনি এসে তার মান ভাঙ্গাবেন...।


আপনিই বরং আগে গিয়ে মান ভাঙান।দেখবেন এতে আপনার ভালবাসা তার কাছে আরো বেশি প্রকাশ পাবে।

প্রিয়জনের সাথে কখনো দূরত্ব বাড়াবেন না।দূরত্ব বাড়তে থাকলে এমন একটা অবস্থানে পৌছায় যখন আর দূরত্ব কমানোর কোনো উপায় থাকে না।

শত ব্যস্ততার মাঝেও প্রিয়জনের জন্য কিছু সময় রাখুন।তাকে বলুন আপনার ব্যস্ততার কথা।

এতে আপনাদের মাঝে দূরত্ব টা কমে যাবে।আপনার ব্যস্ততা নিয়ে তার কোনো অভিযোগ থাকবে না।