বৃষ্টির সাথে আড়ি

এখন গভীর রাত আর আমি দাঁড়িয়ে আছি জানালার পাশে। খুব বৃষ্টি হচ্ছে। অঝর ধারায় বৃষ্টি। যেন ছন্দময় নৃত্যে ঘুঙুর এর শব্দ। টিনের চালে একটানা বৃষ্টির শব্দে দু'চোখ বুঝে যেন ঘুম আসছে। কিন্তু ‍ঘুমাতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে ঘুমালেই বুঝি এই ছন্দময় নৃত্যের ঝংকার কে হারিয়ে ফেলবো। হয়তো ঘুম ফুরালে এই বৃষ্টি আর থাকবে না। হয়তো তখন রাতের নিঃস্তব্ধতা সকল ছন্দকে গ্রাস করবে। হয়তো তখন শুরু হবে রাত জাগা ঝি ঝি পোকার এক টানা ডাক। হয়তো কালো মেঘ ঢেকে রাখবে রাতের আকাশের চাঁদকে। হয়তো অন্ধকার হয়ে থাকবে চারপাশ। নিশাচর প্রাণি হয়তো ঘুমাবার একটু সুযোগ পাবে। হয়তো তখন সকালও হয়ে যেতে পারে। তাই হয়তো বৃষ্টিকে চাই যেন এমন ভাবে ঝরে,  যেন তাকে অনুভব করতে পারি আমার মর্মে মর্মে।

সকলের মাঝেও আমি একা হলেও আমি বিষন্ন নই; আমি গর্বিত। আর আমার দূর্বলতাই আমার সবচেয়ে বড় শক্তি। বৃষ্টি হচ্ছে,অনেকদিন পর ঝুম বৃষ্টি... এই না হলে বর্ষা। অনেক দিন পর বৃষ্টি এসে তার মাদকতাময় রিমঝিম শব্দে পাগল করে দিচ্ছে। মুছে দিচ্ছে সব পঙ্কিলতা এই বৃষ্টিতে। ছাদে দাঁড়িয়ে যখন আকাশের দিকে মুখ তুলে, হাত দুটো বাড়িয়ে চোখ বন্ধ করে ভিজি মনের সব দুঃখ চলে যায়, মনে হয় মনের সব পাপ ধুয়ে যাচ্ছে। তবে আজ ভিজবো না আমি। বৃষ্টির সাথে রাগ করেছি, ভিশন রাগ করেছি। কারন অনেক দিন চেয়েছি এই রিমঝিম অঝড় ধারায় বৃষ্টি কিন্তু তখন বৃষ্টি নামেনি, তবে এতো দিন পর আজ কেন নামলো..??
যদি জমে ওঠে মেঘ মনের কোণে, চোখে জমে জল, গাল বেয়ে ঝরে পরে বৃষ্টি ধারা...