আমার একটি স্মরণীয় দিন

৯-জুন, দেখতে দেখতে ২২ টা বর্ষা পার হয়ে গেল।  কেমন করে দিন গুলো গেল তা বুঝতে পারছি না। আগে বড়দের কাছে শুনতাম ফুটন্ত গরম পানির মত সময গুলো নিঃশেষ হয়ে যায়। এখন দেখছি তাই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবি আজ অনেক কাজ করবো। এটা করবো, সেটা করবো, কিন্তু বাস্তবিক সব কাজের মাঝে আর সেই সব প্রিয় কাজ গুলো করা হয়ে উঠে না প্রায়ই।

প্রিয় গল্পের বই গুলো নিয়ে আগের মত বসা হয় না। Book Self-এ থাকা বইয়ে ধুলো জমে আছে। মাঝে মাঝে সেই ধুলো গুলো পরিষ্কার করলেও অনেক গুলো বই এখনো পড়ার বাকি আছে। কবে করবো...??? এই ছোট জীবনটিতে যদি সব গুলো বই পড়ে না শেষ করতে পারি..??? তাহলে আসফোস করে মরতে হবে..।।

যদি ভাগ্য ভালো হয় জান্নাত নামক স্থানে যদি মৃত্যুর পর জায়গা হয় তাহলে তো কথাই নেই। শুনেছি জান্নাতে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। কি চাইবো আমি ? কিছুক্ষন চিন্তা করে বই ছাড়া কিছু খুঁজে পেলাম না। সারাক্ষণ সকল বই গুলো পড়বো। আর একটি জিনিস চাইবো, আমাকে যেন লেখা-লেখি করার জন্য ডায়েরি আর কলম দেয়। আহা যদি  সত্যি এমন হতো ।

কি আজব চিন্তা...??? জন্মদিনের মত আনন্দের একটি দিনে আমি মৃত্যু বিষয়ক চিন্তা করছি তাই না...!!! কিন্তু আমার কাছে জন্মদিন মানে আনন্দের কোন দিন নয়।
 আজ আমার জন্মদিন পরিবারের সবাই ভুলে গেছে। এতে দু:খ পাওয়া কিছু নেই। এটাই স্বাভাবিক, খুব স্বাভাবিক ভাবেই নেই আমি। অনেক কাছের বন্দুরাও ভুলে গেছে। এখন আর কষ্ট পাই না, খারাপও লাগে না...।।

ঘড়ির কাটা ১২টা বাজার সাথে সাথে অপেক্ষায় ছিলাম কিন্তু খুব কাছের বন্ধুরাও ভুলে গেছে আমার জন্ম দিন। হয়তো তাদের অন্য প্রিয় বন্ধু নিয়ে ব্যাস্ত কিন্তু আমার তো সবার মতো অতো বন্ধু নেই...।।

একাকিত্বের সাথে দিন গুলো খারাপ যাচ্ছে না। ভালোই যাচ্ছে...।।

জন্মদিনের দিনটি বসে বসে কাটাবো মন্দ নয়...থাক না প্রিয় বন্ধু গুলো তাদের প্রিয় বন্ধুদের নিয়ে, মন্দ কি...???!!!