ছোট্ট জীবন, ছোট্ট আমাদের অস্তিত্ব । ছোট ছোট বিক্ষিপ্ত কল্পনার রাজ্যে আমরা প্রায়ই ইতস্তত ভাবে খালি পায়ে ঘুরে বেড়াই । নগ্ন পায়ে ভবঘুরের মতো কিছু নষ্টালজিয়া অতীতে হেঁটে বেড়াতে বেড়াতে আমরা প্রায় সময়ই বর্তমান থেকে অনেক দূরে সরে যাই । তখন চাইলেও আর মনে করতে পারি না আমরা কোথায় আমাদের বাস্তবতার জুতো জোড়াকে ফেলে এসেছি, বাস্তবতাকে ফেলে এসেছি।
আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু গল্প আছে, দুঃখ-সুখের গল্প, বিষণ্ণতার গল্প, পাওয়া না-পাওয়ার গল্প, অথবা কোন কিছু পেয়েও হারিয়ে ফেলার গল্প । আমরা কেউ কেউ সে গল্প গুলো কালো মলাটের ডায়েরীর মাঝে লিখে ফেলি, কেউ হলুদ ডায়েরীতে । কিন্তু প্রায় সময়ই সে গল্পগুলো সবার অজানাই থেকে যায়, যা কোনদিন পৃথিবীতে আলোর মুখ দেখতে পায় না । প্রকৃত পক্ষে আমার মুখ দেখাই না।
আচ্ছা, প্রকৃতি কি মানুষের কথা শুনতে পায় । আচ্ছা, বৃষ্টি বিলাসী আমাদের গল্প গুলো যদি বৃষ্টি শুনতে পেত, তবে কেমন হতো । বৃষ্টি যদি আমাদের মনের কথা বুঝতো, মন খারাপের কারণ বুঝতো তবে কেমন হতো...??
আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু গল্প আছে, দুঃখ-সুখের গল্প, বিষণ্ণতার গল্প, পাওয়া না-পাওয়ার গল্প, অথবা কোন কিছু পেয়েও হারিয়ে ফেলার গল্প । আমরা কেউ কেউ সে গল্প গুলো কালো মলাটের ডায়েরীর মাঝে লিখে ফেলি, কেউ হলুদ ডায়েরীতে । কিন্তু প্রায় সময়ই সে গল্পগুলো সবার অজানাই থেকে যায়, যা কোনদিন পৃথিবীতে আলোর মুখ দেখতে পায় না । প্রকৃত পক্ষে আমার মুখ দেখাই না।
আচ্ছা, প্রকৃতি কি মানুষের কথা শুনতে পায় । আচ্ছা, বৃষ্টি বিলাসী আমাদের গল্প গুলো যদি বৃষ্টি শুনতে পেত, তবে কেমন হতো । বৃষ্টি যদি আমাদের মনের কথা বুঝতো, মন খারাপের কারণ বুঝতো তবে কেমন হতো...??
Post a Comment