রাতের সাথে আমি

অনেক রাত পর্যন্ত জেগে থাকাটা অনেকেরই অভ্যাস আছে। কিন্তু, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, যারা খুব একটা জরুরি কাজ না থাকলেও রাতটাকে জেগে থেকে উপভোগ করে। তাদের কোন প্রিয়জন নেই যে রাতে কল করতে হবে, নেই কেউ যে তাদের ফোন বা এসএমএস এর অপেক্ষায় থাকে,  নেই পড়া-লেখার কোন চাপ..!! তবুও তারা জেগে থাকে। কখনও বা ছাদে বা বেলকুনিতে দাড়িয়ে আকাশ দেখা, চাঁদ দেখা, রাতের জোত্স্নাটাকে উপভোগ করা অথবা ছাদে বা বাইরে গিয়ে খোলা রাস্তায় হাটাহাটি করা, গভীর রাতে ছাদে উঠে ঝুম বৃষ্টিতে ভেজা-ই যেন তারা প্রতিদিনের রুটিন করে নিয়েছে। তাছাড়া মাঝে মধ্যে ফেসবুকে লগ ইন করে রোমান্টিক স্ট্যাটাস গুলো মনোযোগ দিয়ে পড়া এবং হঠাৎ করেই লগ আউট করা। ভালো লাগতেছে না, কিছুই ভালো লাগতেছে না এসব টাইপের অসুখে ভোগে তারা। কোন কিছুতেই মন বসে না। অবশেষে হতাশা নিয়ে ঘুমিয়ে পড়া। এভাবেই কাটে তাদের জীবন। এভাবেই চলতে থাকে তাদের দিন গুলো...