অসংজ্ঞায়িত জীবন

জীবন চলার পথে আমারা অনেক কিছুই দেখি, অনেক কিছুই সাথে থাকে আবার চলে হায়, হারিয়েও যায়। আচ্ছা, হারিয়ে যাওয়া কাকে বলে? যে আশে পাশেই ছিলো, যা আশে পাশেই ছিলো — সে হঠাৎ করেই নাই হয়ে যাওয়া বা চলে যাওয়াকে..?? সে কোথায় চলে গেলে হারিয়ে যাওয়া হবে..? যখন আমি জানিনা সে কোথায় গেছে, তখনই কেবল হারিয়ে যাওয়া হয়। যদি জানি সে কোথায় গেছে, আছে — তাহলে তো হারানো হয়না তাইনা..? ভুল, এটাও হারিয়ে যাওয়া। যদি সে আমাকে না বলে চলে যায় তবে..?? অথবা সে ছিলো, আচামক নাই হয়ে গেলো — তাহলেও কি হারিয়ে যাওয়া নয়...?? এটাও হারিয়ে যাওয়া, সবই হারিয়ে যাওয়া।
আমি হারিয়ে যাওয়া নিয়ে কেন এত কথা বলছি..? কারণ বিশেষ কিছু না। স্রেফ জীবনের একটা সময়ে এসে থাকা, হারানো, পাওয়া জাতীয় জিনিস বেলা শেষেই মাথায় ভড় করে। প্রশ্ন গুলো প্রচন্ড রকমের যন্তনা দেয়...।।

এই জগতের মাঝে আমি বেঁচে থাকি থাকতে হয় বলে। আমি হয়তো বাস্তববাদীদের মতন অনেককিছু করার মতন নই, করতে পারি না। আমি সব কিছুতে থেকেও নেই। আমি আসলে কোন মানুষের আপন হবার মতনও নই। আমি তো জানিনা কী করে আপন হয়, কি করে আপন হতে হয়। আমিও তাই অমন করে সবার কাছ থেকে হারিয়ে যাই –যারা থেকেও নেই, যারা থেকেও থাকেনা। কাছে-পিঠে যাদের পেতাম, হঠাৎ-ই একদিন ঘুম থেকে উঠে দেখি তারা দূরে চলে গেছে। যারা চলে যায় তাদের কাছে অনেক যুক্তি থাকে, এক গাদা ব্যাকরণ আর সরল অংক কষে তারা হিসেব করে চাওয়া-পাওয়ার, নানা যুক্তি দেখায় দূরে চলে যাওয়ার। তাদের বেধে রাখাও যায় না, চলেই যায়। আমি আগের মতই স্রোতের সাথে ভেসে চলি। নদীর স্রোতে ভেসে থাকা একটা টুকরা পাতার মতই মনে হয় নিজেকে… ভেসে যেতে যেতে দেখি কতো নাম না জানা স্মৃতী , কতো অজানা কথা...।

এই তীব্র হিসেব-নিকেশের বেড়াজাল থেকে বেঁচে থাকতে খুব ইচ্ছে করে। এত গুলো বছর যখন পেড়েছি, আগামীতে পারবো না...?? জানিনা আমি। হয়তো পারবো তবে চলার পথটা অনেক কষ্টের হবে হয়তো অসমাপ্ত থেকে যাবে। এই অসংজ্ঞায়িত বিচিত্রতার তীর আমাকে যেন বিদ্ধ না করে, আমি কোন কিছুতে বিদ্ধ হতে চাই না...।।