রাতটা বেশ কাটলো আমার । অবিরাম বৃষ্টি চলছেই...সব মিলিয়ে কেমন যেন লাগছিলো আমার । বারান্দায় গিয়ে গ্রিল  ধরে দারালাম তখন দেখতে পেলাম শ্রাবণের অশান্ত বর্ষণ... নিতান্তই বৃষ্টি পড়ছে... এ থামার নয়। থামেওনি...
আকাশটা পুরো ফ্যাঁকাসে সাদা মনে হচ্ছিলো। কালো মেঘ গুলো  ভেসে যাচ্ছিলো আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিলো একটু পর পর ।
আমি অবাক হয়ে বৃষ্টি দেখছিলাম । আর বৃষ্টির ঝাঁপটা এসে নিতান্তই ভিজিয়ে দিচ্ছিলো আমার মুখখানি। ভালোই লাগছিলো। একটু পর বুঝতে পারলাম বৃষ্টির জল আর আমার চোখের জল এক হয়ে মিশে যাচ্ছে...
ঠিক করলাম বৃষ্টি তে ভিজবো..।।

অনেকদিন পর অনেক্ষন রাতে বৃষ্টি তে ভিজলাম । বৃষ্টি তে ভিজতে আমার অনেক ভালো লাগে কিন্তু আজ যেন মনে হচ্ছিলো কতদিন ধরে এই বৃষ্টি তে ভেজার অপেক্ষায় ছিলাম আমি। কেন এই অপেক্ষা আমার অজান্তেই আমার মনে তৈরি হয়েছিলো জানিনা। কিন্তু বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে নিজের কস্ত গুলোকে বৃষ্টির সাথে ভাগ করতে পেরে বেশ প্রশান্তি লাগছিলো।

বৃষ্টির এক অদ্ভুত ক্ষমতা আছে। যদিও বৃষ্টি দেখতে সবারই ভালো লাগে কিন্তু বৃষ্টি তে ভিজে ভিজে চোখ বন্ধ করে বৃষ্টির গান যারা আমার মতো অন্তর দিয়ে অনুভব করতে পেরেছে বা পারে তারাই বুঝতে পারবে বৃষ্টির প্রকৃত ভালোলাগা।
আধো ভেজা মনকে যখন বৃষ্টি পূর্ণভাবে ভিজিয়ে দেয় তখন অজান্তেই মনের কষ্ট গুলো চোখ বেয়ে বাহিরে নেমে আসে ঠিক যেমনি করে বৃষ্টি নামে এবং তা বর্ষণের সাথে বর্ষা হয়েই যোগ দেয়...
কিন্তু এই বর্ষণ কারো চোখে পড়ার মতো নয়। তাই ঐ বর্ষণ চাক্ষুস হলেও কারো বোধগম্য নয় । তাই বৃষ্টি তে ভিজে ভিজে বৃষ্টির সাথে নিজের সব কষ্ট গুলোকে উন্মুক্ত করার আনন্দ বর্ণনা করা সম্ভব নয়.

তবে এ ভেজার মাঝে আরেকটি গোপন ভাললাগা কাজ করে আমার মাঝে.
আমাকে নিতান্তই ছুঁয়ে দিচ্ছিলো বৃষ্টির প্রতিটি ফোঁটা হয়ে...
তখন মেঘ কালো শ্রাবণের আকাশই হয় আমার একমাত্র আশ্রয়....।।

হঠাৎ করেই বুঝতে পারলাম আকাশের চাঁদটি আর বেশিক্ষন টিকছেনা !! মেঘ গুঁড় গুঁড় শব্দে আকাশ অনেক বেশী আবেগি হয়ে উঠেছে !!
তবে কি আজ, আমার মতো আকাশেরও মন খারাপ ?? ভালোই হলো, শ্রাবণের রাতের বৃষ্টি এর কথা আর কি বলবো । আসুক......

বেশিক্ষন অপেক্ষা করতে হলো না... শুরু হয়ে গেলো বৃষ্টি...
শ্রাবণের রাতভর বৃষ্টি !! আর এ বৃষ্টি থামার নয়......
এবার আষাঢ়ের আগমনে আমি সত্যি অনেক ক্ষোভভরা মনে ছিলাম,তাই বোধয় আমার সাথে ভাব জমাবার জন্যই হঠাৎ এভাবে বৃষ্টির আগমন !! বৃষ্টির প্রতি যে ক্ষোভ দেখিয়েছিলাম তা এখন একদমি নেই ।

মনটা ভয়ানক খারাপ হয়ে ছিলো...তাঁর উপর নানান ঝামেলা নিয়ে অনেকটা বেশী আওলা-ঝাওলা হয়ে অন্যমানষকই ছিলাম ।
ভাবছিলাম... মানুষের জীবন আসলে শ্রাবণের মতই । এই বৃষ্টিহীন আকাশে অসহ্য রোদের তাপ,রাতে চাঁদের সাথে সাদা-কালো মেঘের ভাব আবার হঠাৎ করেই কালো মেঘের আগমনে চিৎকার করে কান ফাটিয়ে আকাশের কান্না হয়ে বৃষ্টির আগমন ...।।
মানুষের জীবনে অনেক কষ্টই থাকে... কেও প্রকাশ করে আবার কেও প্রকাশ করতে পারেনা। আমি দ্বিতীয় গোত্রের মধ্যেই পড়ি আর এই দ্বিতীয় গোত্রের মানুষদের অবস্থা আসলেই অনেক করুন। কারন না আছে তাদের চারিপাশে কেও আর না পারে তাঁরা মন খুলে কথা বলে মনের সবটুকু ঢেলে কথা বলতে। মনের কষ্ট গুলো চাপা দিতে দিতে তারা নিজেরাই একসময় এক অচেনা গহব্বরে হারিয়ে যায় যে নিজেকেই আর খুঁজে পায়না তারা ।

আকাশের সাদা মেঘ গুলোর পাশে যখন কালো মেঘ গুলো এসে জমা হতে হয় ধিরে ধিরে তখন আকাশের সাদা মেঘগুলো সরে যায় এবং সেখানে কালো মেঘগুলো দখল নেয় ফলে পুরো আকাশটা তখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় কিন্তু যখন কালো মেঘগুলো খুব ভয়নক অন্ধকার আঁধার বয়ে আনে তখন আকাশে বৃষ্টি নামে ।
কারন ঐ কালো মেঘগুলো থাকে আকাশের কষ্টের প্রতীক যা সাদা মেঘ গুলোকে সড়িয়ে দেয় এবং কষ্টের বাঁধ ভেঙ্গে যায় যখন আকাশের মেঘেরা তাদের কান্না থামাতে পারেনা,নেমা আসে বৃষ্টি ।
অবিরাম সে বৃষ্টি হয়তো অনেক্ষন চলে কিন্তু তা থেমেও যায়। কিন্তু এ থেমে যাওয়ার মানেই কি সব থেমে যাওায়া ? সব শেষ হয়ে যাওয়া ?
অনেক কষ্টই আছে মানুষকে বয়ে চলতে হয়...হাজার চাইলেও সে অপ্রিয় সত্য কষ্ট গুলো মানুষকে খুরে খুরে খায় প্রতি নিয়ত।

ক্ষনস্থায়ী এ জীবনের অনভূতি কত বিচিত্র। কত তুচ্ছ কারনে চোখ ঝাপসা হয়ে যায়, আবার ওলট-পালট করা ঝরেও কী শান্ত, কী স্থির মানুষের হৃদয়।
রাত ভর বৃষ্টি,,ঘুমহীন চোখে জেগে জেগে অধীর হয়ে বৃষ্টির গান শুনছি । নিঃসঙ্গ জীবন আর মায়ার রাজ্যে ঘুরে বেড়ানো আমার অনেক পুরানো অভ্যাস । তবুও আজ একটু বেশিই শুন্যতা কাজ করছে । শূন্যতার মাঝে অবচেতন মন ক্রমেই খুজে বেড়াচ্ছে আমার আমিকে...।।
কেউ নেই, কিচ্ছু নেই পাশে। কখনো কি ছিল...??? হয়তো না...।। শূন্যতা মুছে দিয়ে পূর্ণ করতে কখনো কেউ কি আসবে...!!!??? হয়তো কখনই না, কোন দিন না...।। সবাই পূর্ণতার মাঝে থাকতে চায়, কাউকে পূর্ণ করতে না।

রাতভর জেগে থাকা  আমার এক সময়কার অভ্যাস থাকলেও এখন তা রোগে পরিনত হয়ে গেছে।  তবে আজ রাত একটু ভিন্ন। রাত ভরে আকাশ দেখতে আমার অনেক ভালো লাগে । একা মানুষ গুলো অনেকটা এমনি হয়...কারন, তাদের একাকীত্ব জীবন টায় তাঁরা অনেক বেশী অগোছালো থাকে।  অনেক দিন হয় আকাশ দেখি না । কারন, হয়তো আগের মতো আর সপ্নে বাস করিনা... তাই আকাশ দেখা হয়ে ওঠেনা। কিন্তু আজ অনেক দিন পর রাতের আকাশ দেখছিলাম।।
আকাশ দেখতে সবারি ভালো লাগে। সত্যি বলতে মনের শত আবেগ আর কষ্ট গুলো এক ভারী নিঃশ্বাস হয়ে বের হয়ে যায় যখন আমরা আকাশ পানে তাকাই ।
আজকের আকাশ বোধয় একটু বেশী উদাসী, একটু বেশিই অন্য রকম, একটু বেশিই সুন্দর।

তবে দেখে সত্যি অনেক ভালো লাগছে। এ ভালোলাগার অনুভবকে আসলে কি বলে আখ্যায়িত করা যায় খুঁজে পাচ্ছিনা।শ্রাবণের রাতের আকাশের এটাই এক মজার অনুভুতি।।

আজ আবার চাঁদও উঠেছে, চাঁদ তো নয় যেন মস্ত বড় জোস্নার থালা। আর সে চাঁদ কে অনবরত অতিক্রম করে চলছে কিছু সাদা-কালো মেঘ। মেঘ গুলো চাঁদের উপর দিয়ে বয়ে যাচ্ছে যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর চারপাশে বইছে পাগলা হাওয়ার মতো বাতাস। অচেনা-অশান্ত বাতাস, এ বাতাস আমাকে পাগল করে দিচ্ছে, উদাস করে দিচ্ছে ।। বাতাসে ছাদের রেলিং টা ধরে দাঁড়িয়ে আছি...

জীবন কোন কাব্য নয় তবু আমরা জীবন নিয়ে কাব্য লিখি,
জীবন কোন গল্প নয় তবু আমরা জীবন নিয়ে গল্প লিখি,
জীবন কোন কল্পনা নয় তবু আমরা সারাক্ষণ কল্পনার জগতে থাকি,
জীবন স্বপ্নের মতো নয় তবু নানা স্বপ্ন সাঁজাই চোখের পাতায়,
আশা সে তো মরীচিকা তবু আমরা মনের মাঝে আশা বাঁধি,
সুখ সে তো অচিন পাখি তবু আমরা সুখের পিছনে ছুটি।

আসলে জীবন এক নামহীন কাব্য, সীমাহীন গল্প, কল্পনার বাহিরে বাস্তবতা, 
অবাস্তব কিছু স্বপ্ন, পূর্ণহীন আশা, না পাওয়া সুখ । । ।

আজ স্বপ্ন গুলোকে জড়ো করে তুলে দেবো সেই ভেলায় যে ভেলাটি যাবে ভেসে গোধুলী বেলার সমুদ্রের মোহনায়। যে স্বপ্ন আর কখনো ফিরে আসবে না।  কাল থেকে আমার চোখে আর ভাসবে না কোনো স্বপ্নে। স্বপ্ন গুলো স্বপ্ন হয়েই থাক।  স্বপ্ন ভাঙ্গার যন্ত্রণায় আর কাটবেনা কোনো লগ্ন।

স্বপ্নাশ্রয়ী মানুষ গুলো স্বপ্ন দেখে দিন, রাত, দুপুর, বিকেল..। যেন কোন ক্লান্তি নেই স্বপ্ন দেখায়। স্বপ্নের জাল বুনতে বুনতে এক সময় বাস্তবতা থেকে হারিয়ে যেতে শুরু করে। রচি স্বপ্নাশ্রয়ী মানুষ না বাস্তববাদী। তাই অপূর্ণ স্বপ্ন দেখার সাধ তার নেই। কিন্তু বেঁচে থাকার তাগিদে সব কিছুকে পেছনে ফেলে আবার স্বপ্ন দেখতে শুরু করে। কল্পনার পাখায় ভর করে স্বপ্ন গুলো ডানা মেলতে থাকে আর আশায় বুক বাধে রচি। নীল আকাশের দিকে তাকিয়ে বিধাতাকে বলি পুরন করবে আমার স্বপ্ন গুলো...???
আর তখনই ঝুম বৃষ্টি শুরু হয়,  চোখের জলের সাথে বৃষ্টির পানি মিশে একাকার হয়ে যায়।
তারপর সমান্তরাল রেললাইন ধরে এগিয়ে যায় স্বপ্ন পুরনের তাগিদে...।
আবার আকাশের দিকে তাকাই, নীল আকাশটা ধীরে ধীরে লাল হচ্ছে অর্থাৎ গোধুলী লগ্ন। আর বিধাতাকে প্রশ্ন করি আমার স্বপ্নটা কি অনেক বড় ছিল...???

প্রথমে বলে রাখি সাধারণত ‘প্রতীক্ষা’ ও ‘অপেক্ষা’ উভয় শব্দের অর্থগত কোন পার্থক্য নেই। অপেক্ষা অর্থ প্রতীক্ষা, প্রতীক্ষা অর্থ অপেক্ষা। সহজভাষায় উভয় শব্দের পার্থক্য এত কম যে, অপেক্ষার স্থলে প্রতীক্ষা ও প্রতীক্ষার স্থলে অপেক্ষা লেখা যায়। প্রতীক্ষার চেয়ে অপেক্ষার ব্যবহার ব্যাপক। শব্দদ্বয়ের পার্থক্য এত সুক্ষ্ম যে, গভীরভাবে নিরীক্ষণ না করলে পার্থক্য অনুধাবন করা অসম্ভব। উদাহরণ: অপেক্ষার যন্ত্রণা প্রতীক্ষার প্রহর/ প্রতীক্ষার অবসান অপেক্ষার নহর।
সুক্ষ্ণ পার্থক্যটি কী তা আরও বিশদ করা যায়:
প্রতীক্ষা অর্থে যা ঘটতে পারে সে বিষয়ের জন্য অপেক্ষা করা। যেমন: অধীরচিত্তে বসিয়া যুবক আজও প্রেয়সীর প্রতীক্ষায়। প্রতীক্ষার সময় সাধারণত অপেক্ষার সময় থেকে দীর্ঘতর। যেমন: তোমার জন্য দুই ঘণ্টা অপেক্ষা করেছি।
প্রতীক্ষার অবসান হয় না গো সখি।
অপেক্ষার যন্ত্রণা মৃত্যুর চেয়ে ভয়াবহ...প্রতীক্ষার যন্ত্রণা তার চেয়েও। কিন্তু অপেক্ষা প্রকাশ করা যায় আর প্রতীক্ষা প্রকাশ করা খুব কমই হয়।

মন খারাপ থাকলে প্রত্যেকেরই কিছু না কিছু করতে ইচ্ছে হয়। কোনো না কোনো ভাবে এই মন খারপটাকে উপভোগ করতে মন চায়। কেউ গান শোনে, কেউ প্রিয় মানুষটার সাথে কথা বলে, কেউ চুপ করে বসে থাকে, কেউ মুভি দেখে, কেউ চলে যায় রেল লাইনে, কারো বা মন খারাপের বিশেষ স্থানও আছে সেখানে গিয়ে বসে থাকে, কেউ আবার স্মুতি গুলোকে মনে করার চেষ্টা করে, কেউ বাঁশি বাজায়, কেউ গিটার নিয়ে টুংটাং করে, কেউ কেউ তো আবার সেই মন খারাপ নিয়েই কবিতা লেখে, কেউ লেখে ডায়েরী...
কতভাবে মানুষ মন খারাপটাকে উপভোগ করে। কিন্তু এগুলো করে মন ভালো করার জন্য না। মন খারাপটাকে উপভোগ করে আরও মন খারাপ করার জন্য। সৃষ্টিকর্তার সৃষ্টির কোনো তুলনা হয় না। কেমন এক অদ্ভুত সৃষ্টি। দেখা যায়না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় যে মন বলে কিছু আছে। যেই মনের উপর পৃথিবীর সবকিছুই নির্ভর করে আছে। কত সম্পর্ক, কত পরিবার, কত জীবন আকড়ে আছে শুধুই এই মনের কাছে।
আজ খুব বেশি মন খারাপ। তাই এই মন নিয়েই লিখলাম কিছু..।
আমি মন খারাপ হলে গান শুনি, নয়তো আমার প্রিয় একটা জায়গা "পুকুর পাড়" সেখানে গিয়ে বসে থাকি। কিন্তু আজ  কিছুই করতে ইচ্ছা করছে না, কিছুই ভালো লাগতেছে না।
মন খারাপ সে যেনো শেষ হবার নয়...
কালো মেঘের কান্না বৃষ্টি, মন খারাপের বৃষ্টি, চোখের জলের বৃষ্টি...।।

একাকীত্ব আমার সবচেয়ে নিকটস্থ বন্ধু। অন্য যত দূরের-কাছের প্রিয়জনেরা যখন
জাগতিক ব্যস্ততায় যার যার কাজে চলে যায়, তখন এই একাকীত্বই শুধু মাত্র  পাশে বসে থাকে, কাঁধে হাত রাখে। অন্য সবাইকে যা যা বলতে পারি না  সে সব কথা সবই মনোযোগ দিয়ে একমনে শুনে ও, একটুকুও বিরক্ত বোধ করে না অন্যদের মতো, একটুকুও ক্লান্তি বোধ করে না অন্যদের মতো, একটুকুও উপহাস করে না অন্যদের মতো,  ওর মতো আপন আর কেই বা হতে পারে আমার..?? কেই বা এতো আপন করে নিবে আমায়...??
চোখের কোণ থেকে ঝরা নোনা দুঃখ, গাল ভার করা মলিন মুখের অভিমান, ক্রোধে লাফিয়ে উঠা আগ্নেয়গিরি রাগ, এমন সব অনুভূতিতে আমার মতো অনুভব করে আমার সবচেয়ে নিকটস্থ বন্ধু একাকীত্ব। আমার অনুভুতি গুলো আপন করে নেয় আমার এই একাকীত্ব।

অনলাইনে রয়েছে বহু ওয়েবসাইট, যা থেকে যেমন দরকারি বহু বিষয় পাওয়া যায় তেমন পাওয়া যায় নির্মল আনন্দ। এ লেখায় থাকছে তেমন কয়েকটি ওয়েবসাইট।
১. মিস এঃ
কেনাকাটার জন্য ওয়েবসাইট খুঁজতে গেলে এ সাইটের কোনো তুলনা হয় না। এদের সব পণ্যের দামই এক ডলার। আপনি যদি এখান থেকে পণ্য নাও কেনেন, তার পরেও নমুনা হিসেবে সংরক্ষণ করতে পারেন এদের সাইট।
ঠিকানা www.shopmissa.com
২. রজারহাবঃ
আপনার পরীক্ষার বিভিন্ন নম্বরের ভিত্তিতে গ্রেড ভিত্তিতে ফলাফল কেমন আসবে, তা হিসাব করার জন্য এ সাইটটি অনন্য।
ঠিকানা http://rogerhub.com/
৩. ডাউন ফর এভরিওয়ানঃ
কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে যদি তা বন্ধ পান তাহলে এ সাইট থেকে নির্ণয় করুন। সাইটটিতে গিয়ে কোনো ওয়েবসাইটের ঠিকানা টাইপ করলেই চলবে। এতে সেখানে প্রদর্শিত হবে যে, সাইটটি বন্ধ নাকি আপনার কম্পিউটারে কোনো সমস্যার কারণে তা আসছে না।
ঠিকানা http://downforeveryoneorjustme.com/
৪. রিভার্স ডিকশনারি ওয়ানলুকঃ
ওয়েবসাইটটিতে ইংরেজি শব্দের এমন সব অর্থ আসবে, যা আপনি আগে কল্পনাও করতে পারেননি।
ঠিকানা Onelook.com
৫. ওয়ার্ড ফ্রিকোয়েন্সি কাউন্টারঃ
যারা লেখালেখি করেন তাদের জন্য এটি হতে পারে একটি উপযুক্ত ওয়েবসাইট। এতে ইংরেজিতে লেখা আপনার কোনো গল্প বা প্রবন্ধ দিয়ে তার ফ্রিকোয়েন্সিসহ বিভিন্ন পরিসংখ্যান পাওয়া সম্ভব।
ঠিকানা http://www.writewords.org.uk/word_count.asp
৬. ফ্লিপ টেক্সটঃ
এ ওয়েবসাইট থেকে কাজের কোনো বিষয় না হলেও যথেষ্ট মজার একটি বিষয় পাওয়া সম্ভব। আর তা হলো লেখা উল্টো করে নেওয়া। উল্টো লেখা দিয়ে আপনার বন্ধুকে চমকে দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন এ ওয়েবসাইটটি।
ঠিকানা http://www.fliptext.org
৭. হোয়াট দ্য ফন্টঃ
অনলাইনে বহু ফন্টের ছড়াছড়ি। এর মধ্য থেকে কোনো ফন্ট যদি আপনার প্রয়োজন হয়ে যায় তাহলে তার নাম নির্ণয় করার জন্য এ সাইটটি ব্যবহার করুন।
ঠিকানা http://www.myfonts.com/WhatTheFont




Source; www.kalerkantho.com/online/info-tech

আমাদের অনুভুতী গুলো কেমন যেন একটু বেশিই আবেগ প্রবণ। সবার কেমন তা জানি না কিন্তু আমার অনুভুতি গুলো কেমন-ই যেন। হয়তো আমার অনুভুতী গুলো অনুভুতি-ই না, হয়তো এটা একটা মিথ্যা অনুভুতির প্রতিচ্ছবি। তবে কি সব-ই মিথ্যা…??? হয়তো, হয়তো না।
হয়তো এই অনুভুতি গুলো সব একদিন মরে যাবে, হয়তো শেষ হয়ে যাবে চিরতরে। কিছু অনুভুতি কেউ বুঝতে পারে না, কিছু অনুভুতি আছে যা কেউ কখনো অনুভব করতে পারে না। কারন, এই অনুভুতি গুলো মুল্যহীন, অথহীন। বোঝা, না বোঝার মাঝামাঝি। যার কোন প্রভাব আমাদের মাঝে, আমাদের জীবনে পরে না।

কিছু অনুভুতি আছে যা শুধু অনুভুতীতেই রয়ে যায়, হাজার বলতে যেয়েও বলা হয় না। বলা হয় না অনেক কিছু, অনেক নাম না জানা জীবনের গল্প, নাম না জানা অনুভুতী। তবে সে অনুভুতী গুলো আস্তে আস্তে মরে যায়। শুধু অনুভুতী গুলো মরে না, সাথে মানুষটাও মরে যায়। তাদের অনুভুতী গুলো কখনোই মুল্য পায় না, মুল্য পায় না তাদের সরল মনের ভাষা গুলো। এভাবেই শেষ হয়ে যায় আবেগ প্রবণ মানুষের মুল্যহীন জীবন।

আমি একটা আত্নাকে তিলে তিলে মরে যেতে দেখতেছি, বাঁচার জন্য ছট-ফট করতেছে। কিন্তু তার আর বাঁচা হবে না, হবে না আর পূণজীবিত হওয়া। এই মৃত্যু পথযাত্রি আত্না টাই আমি…।।


 সবার কাছে ঈদ জিনিসটা যেমন আমার কাছে তেমন না। অন্যান্য দিনের চেয়ে এই দিনটা একটু বেশিই খারাপ যায়, একটু বেশিই একা একা থাকতে হয় সেই ছোট বেলা থেকেই...।। সবার কাছে স্কুল, কোচিং, কলেজ, ভারসিটি বন্ধ হলে খুশি রাখার জায়গা পায় না, অথচ আমার দিক ঠিক তার উল্টো ...আমি ভাবি এই বন্ধের সময় টুকু একা একা কিভাবে কাটাবো... স্কুল, কোচিং, কলেজ খোলা থাকলে তাও ক্লাস করে সময় কেটে যায় কোন একভাবে কিন্তু বন্ধের সময় টুকু যেন যেতেই চায় না...
বিগত ৫ বছর প্রায় সব ঈদে বেশির ভাগ সময় টুকু ঘুমিয়ে, শুয়ে থেকেই কাটিয়েছি ...সবাই যখন বন্ধু, ভাই-বোন, বাবা-মা_র সাথে বেড়াতে ব্যাস্ত আমি তখন বদ্ধ রুমে একা একা বসে থেকেছি...আজ থেকে ৫-৬ বছর আগেও এমনি কেটেছে, তার আগেও এমনি কেটেছে, সারা দিন বাসায় একা একা । একাকিত্ব যেন আমায় ঘিরে ধরেছে...
এটাই হয়তো আমার জীবন, হয়তো এটাই আমার জন্য Perfect   ...
আজও সেই ঈদ এর দিন, মানে সারা দিন ঘুম পেড়ে আর শুয়ে কাটানোর দিন...।। ছোট বেলা থেকে একা একা থাকতে থাকতে এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে, তবু কেন যেন মনের এক কোনায় কিছু আশা রয়েই যায়...
এখন তেমন একটা খারাপ লাগে না, খারাপ লাগলেও কাউকে বুঝতে দেই না, কারো বুঝার ক্ষমতাও নেই, বুঝার মতোও কেউ নেই, কেউ কখন ছিলও না ...
খুব প্রিয় কিছু ইচ্ছে গুলো  আসতে আসতে মরে যায়, মরে যায় আশা গুলো, চাওয়া গুলো।
।।........................................................................।।
আমার ঈদ যেমনি কাটুক আপনাদের সবার ঈদ ভালো কাটুক এই কামনায় শুভ হোক আপনাদের ঈদ এর দিন...
***ঈদ মোবারাক***

অফিসে বসে ছিলাম। অনেক কাজ জমে গিয়েছে। কাজ করতে করতে ক্লান্ত মস্তিস্ক কাজে ফাঁকি দেয়ার একটা বুদ্ধি বের করলো। মস্তিস্কের নির্দেশে কাজ ফেলে সম্পূর্ন ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে ভাবতে বসলাম। আমার সচেতন মন কাজে ফাঁকি দিতে চাইলেও অবচেতন মন চেষ্টা করছিলো যাতে ভাল একটা বিষয় নিয়ে ভাবতে পারি, যাতে আর যাই হোক সময়টা কাজে লাগে। আর সেজন্যই ভাবনার বিষয় বস্তু হচ্ছে “সাফল্য ও ব্যর্থতা”।
সাফল্য ও ব্যর্থতা, মানব জীবনের সবচাইতে বেশি গুরুত্বপূর্ন কয়েকটি শব্দের ভেতরে বেশ উপরেই অবস্থান করে।  আমার একটা ডায়েরি আছে যেখানে উইকিপিডিয়া স্টাইলে বিভিন্ন বিষয়ের উপরে নিজের চিন্তা-ভাবনা লিপিবদ্ধ করা আছে। ব্রাউজার খুলে ঐ ডিজিটাল ডায়েরিতে সফলতা আর ব্যর্থতা নিয়ে কবে কি ভেবেছিলাম তা দেখলাম একটু। সাথে সাথে পুরানো চিন্তার সাথে নতুন কিছু ভাবনা যুক্ত হলে-
সফলতা বলতে আসলে আমরা কী বুঝি...?? সফলতার মানদন্ড কী...?? এই যেমন নাস্তিক বা ঘোর দুনিয়াবাদী মানুষের কাছে সফলতা মানে হচ্ছে যতদিন বেঁচে আছি ততদিন খুব ভাল কিছু হওয়া, পাওয়া বা করা। আবার আস্তিকের কাছে দুনিয়ার সফলতার চাইতে পরকালীন সফলতার গুরুত্ব বেশি। পরকালীন সাফল্যের জন্য অনেকে ইহকালীন সফলতার ধার ধারেন না, আবার পরকালীন ব্যর্থতা নিয়ে মোটই চিন্তিত নন এরকম মানুষও আছে। এই পৃথিবীতে আপাত দৃষ্টিতে যেটাকে সফলতা মনে হয় সেটা জনভেদে বিফলতাও মনে হতে পারে। একই কথা ব্যর্থতার ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে সফলতা বা ব্যর্থতার মানদন্ড নির্দিষ্ট নয় বলেই ধরে নেয়া যায়। অথবা জনভেদে গুরুত্বের বিচারে সফলতা এ ব্যর্থতার মানদন্ডে তারতম্য হতে হয়। বিভিন্ন দৃষ্টি কোণ থেকে পরিষ্কার মানদন্ড না পেলেও এটা সবাই মানে যে সফলতা মানে অনেকের কাছে কাঙ্খিত এমন কিছু পাওয়া। সেই অর্থে আবার সফলতা ও ব্যর্থতা নিরুপনের সহজ উপায় খুঁজে পাওয়া সম্ভব। সেই অর্থে কারো কোন বিশেষ অবদান বা কৃতিত্ব দেখে আমরা তাকে সফল ধরে নিতে পারি।
এইসব খামখেয়ালি চিন্তা করতে করতে কাজে ফাঁকি দিতেছি..কাজে ফাঁকি দেওয়া একদম ঠিক না…কাজে মন দেই আবার।


কিছু জিনিস বেশ কিছু দিন যাবত-ই মাথায় ঘুরপাক খাচ্ছিল। মাথায় ঘুরপাক খেতে খেতে কেমন যেন একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে। বহুদিন ধরেই সুখ এবং দুঃখ বিষয়টা আসলে ঠিক কি বোঝার চেষ্টা করছিলাম। একেক সময় একেক রকম থিওরী আসে মাথায়, ব্যক্তিগত ডায়েরীতে নোট করে রাখি সেগুলো। বহুদিন ধরে তৈরি করা ঐ নোটটি গত কয়েকদিন ধরে পড়ছি আর ভাবছি।
সুখ-দুঃখ বিষয়ক ভাবনা ও ঘটনাগুলো পর্যালোচনা করে কয়েকটি বিষয়ে সামনে চলে আসলো।  প্রাইভেট নোট হিসেবেই তা যুক্ত রইলো আপাতত।
আজকে নতুন একটা মন্তব্য যুক্ত করলাম ঐ নোটে, শিরোনাম- “সুখী হওয়ার ফর্মূলা”
“মানুষ সুখী হওয়ার চাইতে দুঃখী হতে বেশি পছন্দ করে। এজন্যই "দুঃখ বিলাস" নামের একটা শব্দ পাওয়া যায়, সুখ বিলাস নামের কোন শব্দ চোখে পড়েনি এখনো। যেমন আমার দু'টি ছদ্দ নাম আছে তার মধ্যে একটি হলো "দুঃখ বিলাস"। আবার সুখানুভূতির চাইতে দুঃখানুভূতি বেশি সময় ধরে স্থায়ী হয় এবং মানুষ এটাকে আরো দীর্ঘায়িত করতে পছন্দ করে। তাহলে দুঃখ-কে সুখের সাথে বদলে দিলেই হয়.. আজ থেকে দুঃখ = সুখ, সুখ = দুঃখ। মানে ফলাফল শুন্য।
মানবকূলকে সর্বাধিক  সুখী করার এর চাইতে ভাল সংস্কার আর কী হতে পারে...???

কতো দ্রুতই না চলে যাচ্ছে দিন, বদলে যাচ্ছে সময়। তবুও বদলায় না কিছু অনুভূতি যার সংজ্ঞা আমাদের কারো জানা নেই। তাইতো আছি তাহার মাঝেই খুঁজে পেতে জীবনের অর্থ। হয়তোবা ভুল নয়তো সঠিক।জীবনটা নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ একদিন সময় ফুরিয়ে যাবে। হয়তোবা ফিরে পেতে চাইবো সোনালি সুদিন। পাবোনা কিছুই তবুও চেয়ে যাবো হয়তো। দেখা হবেনা সেই হাসি মুখ, দেখা হবেনা বিজয়ের উল্লাস। না পাওয়া কিছু না পাওয়াই থাক, কেবল পাওয়ার ইচ্ছেটাই বেচে থাক অন্তরে।
মানুষ তার কল্পনাতেই সবচেয়ে বেশি সফল। কারন সেখানে সবটাই তার হাতের মুঠোয়। চাইলেই ভুল গুলোকে মুছে শুধরে ফেলা যায়। বাস্তবটাই কেবল মানুষকে কাঁদায়, খুব বেশিই কাঁদায়।
মন খুব-ই নরম জিনিশ, কখন যে কি কারনে ব্যথা পায় বুঝা বড় দায়।

মুখের কথা সব সময় মনের কথা হয়না, মনের কথা মন দিয়েই বুঝতে হয়।

ঈদে মেহেদি দিয়ে নারীর হাত রাঙানোর রীতি দীর্ঘ দিনের। ছেলেরাও মেহেদী দেয় কিন্তু খুব কম। তাই ঈদ এলে মেহেদি পরার তোড়জোড় পড়ে যায়। দুই হাত ভরে মেহেদি পরে নিজেকে আরেকটু রঙিন করতে তো সবাই চায়। মেহেদির টিউব দিয়ে অনায়াসে করে নেওয়া যায় মনের মতো নকশা। হাতের পাশাপাশি পা কিংবা বাজুও রাঙিয়ে নেয় অনেকে মেহেদির রঙিন ছোঁয়ায়।
তবে আমার পছন্দের দিক থেকে পায়ের চেয়ে হাতে মেহেদী দেওয়া টাই বেশি ভাললাগে। দু' হাত ভতি করে মেহেদী দেওয়া সে এক অসাধারন অনুভুতি। মেহেদী ছাড়া হাত কেমন যেন খালি খালি লাগে আর সেটা যদি হয় কোন উৎসবে তাহলে তো কথাই নেই, মেহেদী ছাড়া চলেই না। কিন্তু আমার এই এতো পছন্দের জিনিসটাই আমার দেওয়া হয় না। সত্যি বলতে মেহেদী আমার অনেক পছন্দের আর মেহেদী মাখা হাত...উফফফ কি যে ভালো লাগে তা বলে বুঝানোর মতো না। ইচ্ছা করলেই দেওয়া যায় কিন্তু ঐ যে লজ্জা, কেমন যেন একটা সঙ্কজ কাজ করে। হাজার হলেও তো ছেলে মানুষ।ছেলেদের নাকি ওতো আল্লাদ মানায় না।
তার পরো দিতাম কিন্তু মেহেদী দিয়ে দিবে কে...?? আমি তো মেহেদী দিতে পারি না।আর আমি নিশ্চিত, আমি নিজে নিজে যদি মেহেদী দিতে বসি তাহলে হাত সম্পুণ মেহেদী দিয়ে ভতি হয়ে যাবে কিন্তু কোন নকশা হবে না। ভাবা যায় তখন কেমন দেখাবে...!!! আমার তো ভাবতেই হাসি পাইতেছে।
কারো কাছে গিয়ে যে বলবো আমাকে একটু মেহেদী দিয়ে দিতে তাও পারি না, যদি না করে দেয়। ইচ্ছা করে কি আর কেউ আমাকে মেহেদী দিয়ে দিবে...??? আমার মেহেদী কোন দিন-ই দেওয়া হবে না।
আমার কথা বাদ দিন, সামনেই ঈদ, তাই মেহেদি দিতে ভুলবেন না। মেহেদীর সাথে হাতকে রাঙ্গান নতুন রং-এ, নতুন আমেজে।



জীবনের মানে কি…?? এই প্রশ্নটার উত্তর অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাই নি। অনেকের কাছে জানতে চেয়েছি কিন্তু কোন উত্তর পাই নি।
আমার কাছে জীবনের মানে কচুঁ পাতার পানি। কচুঁ পাতার পানি বলতে আমি এখানে ক্ষণস্থায়ী বুঝিয়েছি, মানে কচু পাতার উপর পানি পড়লে বা বৃষ্টিতে ভিজলে কচুঁ পাতার ঠিক মাঝ খানটায় কিছু পানি জমে থাকে যা একটু বাতাস বা ছোয়া লাগলেই পরে যায়। পানি পড়ে যাওয়ার পর পাতার গায়ে তিল পরিমান পানিও লেগে থাকে না। জীবন টাও সে রকমই…

একটু বুঝিয়ে বলি।
ধরুন আপনি সব মিলিয়ে, সব দিক থেকেই কিছুটা ভাল আছেন। হঠাৎ করে দেখবেন সব কেমন যেন হয়ে গেছে, কিছুই আর আগের মতো নেই। আপনি বুঝতেও পারবেন না কি ঘটলো, কেন ঘটলো। তখন দেখবেন আপনি যে সময় টা অনেক ভাল ছিলেন তার ছিটে ফুটোও নেই, সব ধুয়ে, মুছে গেছে।
আবার ধরুন, আপনি একটা মানুষের সাথে ভাল আছেন। সেও জানে আপনি তার সাথে অনেক ভাল আছেন, সুখী আছেন। দেখবেন সেই মানুষটা একদিন কোন কারন ছাড়াই বদলে গেছে। এমন ভাবে বদলাবে যে আপনার চিনতে কষ্ট হবে যে এটা কি সেই মানুষটাই…?? তখন সে আর আপনার দিকে খেলায় রাখবে না, আপনি ভাল আছেন না খারাপ আছেন কখন জানতেও চাবে না। তখন আপনি এমন ভাবে ভাল থাকাটা হারিয়ে ফেলবেন যে আপনি তা আর কখনই ফিরে পাবেন না। জীবন থেকে একেবারে হারিয়ে যাবে।
এরকম হাজার উদাহারণ দেওয়া যাবে।
জীবনটা আসলেই একটা কচুঁ পাতার পানির মতো ক্ষণস্থায়ী। শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়…।।


আমাদের অনুভুতি গুলো কেমন যেন অদ্ভুত রকমের। অনেক সময় আমাদের মন যা চায় তার ঠিক উল্টোটা প্রকাশ করি। আর এটা কাদের সাথে করি…??? তাদের সাথেই করি যারা খুব কাছের, খুব আপন কেউ। ধরুন আপনি একটি মানুষের উপর খুব বেশি নিভরশীল, সে সাথে না থাকলে আপনার চলেই না, আপনি কোন ভাবেই তাকে ছাড়া একটি দিন কল্পনা করতে পারেন না। দেখা যাবে তার সাথেই আপনার ছোট ছোট বষয় নিয়ে ঝগড়া হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, রাগ- অভীমান হচ্ছে। একটু ভেবে দেখুন যে আপনার আপন না তার সাথে কিন্তু কখনই এমন হবে না। সে আপনি বাদে অন্য কারো সাথে মিশলে আপনার Jealous feel হয়, আপনি তা সহ্য করতে পারেন না, কেমন যেন একটা রাগ রাগ অনুভুতি হয়। এতেই বুঝা যায় আপনি তার প্রতি কতোটা  নিভরশীল। ধরুন, আপনি সেই মানুষটা কে কোন কারণ বষৎ বা এমনি বললেন আর কথা না বলতে। দেখা গেলো আপনি বলা মাত্রই সে কথা বলা বন্ধ করে দিল। তখন কি করবেন…??? আপনি হয়তো ভেবেছিলেন সে কথা বলবে, সে আপনার এই কথার চেয়ে আপনাদের মাঝে যে Understanding- সেটাকেই বেশি গুরত্ব দিবে কিন্তু ঘোটলো উল্টোটা। এই সময়ে আপনার কি মনে হবে…??? আপনি ভাবলেন কি আর হলো কি, অভিমানের সুরে কথাটা বলতে গিয়ে বিপদে পরে গেছেন। মানে নিজের পাতা ফাদে নিজেই পড়েছেন। এই অবস্থায় আপনি না নিজে থেকে কথা বলতে পারবেন, না কথা না বলে থাকতে পারবেন। আসলে আপনি যার প্রতি এতোটা নিভরশীল সে আপনার প্রতি বিন্দু পরিমাণ নিভরশীল না আর এ জন্যই আপনি না করার সাথে সাথে সেও দূরে চলে গিয়েছে। দেখা যাবে তখন আপনি অনেকটা একাকিত্বতায় ভুগবেন, আস্তে আস্তে হতাশা, খারাপ লাগা, মন খারাপ, সারাক্ষণ একটা ঘোরের  মধ্যে আপনার সময় গুলো কাটবে। তখন বুঝবেন জীবন কি, কষ্ট কি…।।
আচ্ছা ধরুন এরকম না হয়ে এর উল্টোটা ঘটলো। মানে সে আরো বেশি করে কথা বলতে লাগলো, আপনি কথা বলতে মানা করেছেন দেখে আপনাকে এতো গুলো কথা শুনিয়ে দিল, ধমকালো আরো অনেক কিছু। তখম দেখা যাবে আপনার দিন গুলো আগের তুলনায় অনেক বেশি ভালো যাচ্ছে, অনেক ভালো আছেন। এরকম তখনি ঘটবে যখন আপনি তাকে যতোটা আপন ভাবেন, আপনি তার প্রতি যতোটা নিভরশীল সেও ঠিক ততোটাই নিভরশীল। দেখা যায় বেশির ভাগি এরকম হয় না। দেখা যায় আপনি তার সাথে ভাল আছেন কিন্তু সে আপনার সাথে ভাল নেই, আপনি তার প্রতি এতোটা নিভরশীল কিন্তু সে একটুও না…আপনি তাকে এতোটা আপন ভাবেন আর সে হয়তো আর দশটা মানুষের মতই দেখে। সত্যি এই জিনিস গুলো Face- করা অনেক কষ্টের।
অনুভুতি, রাগ-অভিমান, নিভরশীল, Understanding- এগুলো যদি একে অপরেরটা বুঝতো তাহলে কি এমন ক্ষতি হতো…??

জীবন যেখানে থেমে যায়, স্বপ্ন সেখানে শুরু হয়। স্বপ্ন যেখানে থেমে যায়, জীবন সেখানে শুরু হয়।
আমার লক্ষ্য স্বপ্নকে ধরা, জীবনের লক্ষ্য আমাকে। আমি আর জীবন ছুটতেই থাকি চেনা হয় না কাউকেই।
স্বপ্ন ছুটে তার পিছনে আমি, আমার পিছনে জীবন। লক্ষ্যে আমি পৌঁছাতে না পারি তবু পৌঁছে যায় জীবন। স্বপ্ন শুধু তাড়া করে বেড়ায়। আমি স্বপ্নকে ছুঁতে না পারি, জীবনকে শুধাই অভিমানী সুরে কেন হতে দিল না স্বপ্নেরই বাস্তব। জীবন তিরস্কার করে হেসে উঠে বলে ওরে আমিই তো বাস্তবতা, স্বপ্নতো এক ছলনা শুধু যে কেড়ে নেয় মহানতা। জীবন তোকে মহান বানাবে ভুলিয়ে স্বাধীনতা। স্বপ্ন তোকে স্বাধীন বানাবে ভুলিয়ে বাস্তবতা।

হয়তো কোন এক কাঁক ডাকা সোনালী ভোরে, কিংবা ঝাঝালো রৌদ্র তাপের দুপুরে কিংবা নিস্তেজ সূর্যের রক্তিম আভা ছড়ানো পড়ন্ত বিকেলে, কিংবা কোন এক মায়াবী জোসনা রাতে বা পাতা ঝরা শীতের দিনে, কিংবা বসন্তের নব সাজে অথবা কোন এক কদম ফোটা বর্ষাস্নাত দিনে দপ করে নিভে যাবে জীবনের বাতিটা। পৃথিবীর আলোটা ক্রমশ সংকুচিত হয়ে আসবে। বুকের ছন্দ তোলা ধুকধুকানি আওয়াজটা চির নীরব হয়ে যাবে। শরীরটা শীতল হয়ে নীরব নিশ্চল হয়ে কোন এক সোনালী খাটিয়া সাদা কাফনে মোড়া থাকবে। জীবন নামক গাড়িটা থেমে যাবে,চোখদুটি গভীর ঘুমে আছন্ন । না ফেরার দেশে পাড়ি দিতে হবে সে দেশ, সে রাজ্য অন্ধকারের রাজ্য। বাতাস তরঙ্গারে দিকে দিকে কান্নার ভয়ংকর ক্ষীন আওয়াজ তুলবে। একসময় কান্না থেমে যাবে অতঃপর বাস্তব জীবনের গহীনে আমার রেখে যাওয়া স্মৃতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে কালের অতল গহব্বরে।
কিছু স্মরনীয় স্মৃতি ও আমার অনুপস্থিতিতে প্রিয় মানুষের অশ্রুটায় এক ফোটা টলমলে অশ্রুর জন্ম দিবে, কিংবা হয়তো দিবে না॥ এটাই বাস্তবতা, এই বাস্তব চক্রের বাইরে যাওয়ার সাধ্য নেই। কারন ""প্রত্যেক প্রানীকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে"।হয়তো অনেকটা সময় আগেই যেতে হবে আমাকে।

 খুব মেঘ করে বৃষ্টি নামার আগে রাতের আকাশ যখন অফুরন্ত উল্লাসে নিজেকে লালচে রঙ্গে সাজায়, তখন মাঝে মাঝে আমার মনে অদ্ভুত একটি ইচ্ছে জেগে উঠে । বোকা বোকা একটি ইচ্ছে , কিন্তু আমার কাছে এই ইচ্ছেটি ভীষণ প্রিয় । রাতের মেঘলা আকাশ দেখলে আমার কেন যেন নির্জন একটি দ্বীপ কিনে ফেলতে ইচ্ছে করে । ইচ্ছেমত সবুজ আর নীলচে রঙ করা সেই দ্বীপটিতে শুধু আমার একলা রাজত্ব হবে । আমার অনেক দিনের ইচ্ছে , মাঝরাতের আকাশ ভেঙ্গে সেখানে যখন ঝুম বৃষ্টি নামবে , সেই বৃষ্টিতে আমি তখন দুরন্ত নদীর মত উল্লাসে মেতে উঠব । সেই বৃষ্টির আনন্দ থেকে বঞ্চিত করবার জন্যে কোন শাসনের জাল আমাকে বাঁধতে আসবেনা । আমার একলা দ্বীপে কেবল আমার মুগ্ধতায় মাখা বৃষ্টি বিলাস হবে । আর আমার সামনে থাকা ছোট্ট সমুদ্রতটে অবিরাম দুলতে থাকবে রঙ্গিন কোন পানসি , হতে পারে সেটি অনেক দুরের কোন দ্বীপাঞ্চল থেকে ভেসে এসেছে , হতে পারে সেটি কোন খেয়ালি রাজ কন্যার বিলাসী ভ্রমণসঙ্গী । হয়ত সেই পানসিতে উদাস নয়নে বসে থাকবে সেই ভীষণ সাহসী বৃষ্টিমুগ্ধ রাজকন্যা । আর উন্মত্ত বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে আমি দেখব সেই রাজকন্যার  চুলের সাথে বাতাসের যুদ্ধ , বৃষ্টির ছিটেতে ঝাপসা হয়ে যাওয়া তার চশমার কাঁচ । এই যা ! কি ভাবছি , রাজকন্যারা বুঝি চশমা পরে.. ?? আছে কোন রাজার কন্যা যে কিনা চোখে কম দেখে বলে চশমা পরতো... ?? কি জানি ...

নিজের অজান্তেই হেসে ফেললাম । আমার ভাবনা গুলি এত বাউন্ডুলে কেন হয় কে জানে ... ?? ফুটপাথের উপর ধীর পা ফেলে এই ভরসন্ধ্যাবেলায় যখন আমি হাটছি, তখন আমার এই অদ্ভুত কল্পনা বিলাসীতার কি কোন কারন থাকা উচিত ? না আকাশে কোন মেঘ আছে , না আছে ঝড়ো হাওয়া । তবে কেন যেন মনে হচ্ছে আজ রাতে বৃষ্টি নামবে , বষা কাল তো সারপ্রাইজ দিতে ভীষণ পছন্দ করে বলেই জানি । হঠাত লক্ষ্য করলাম , একা একা হাসছি বলে কয়েকজন পথচারি ঘুরে আমার দিকে তাকাচ্ছে , সম্ভবত পাগল ভেবেছে আমাকে । সে যাকগে ,যার যা ভাবার তাই ভাবুক । কে কি ভাবল তা দিয়ে আমার কি...।।

আপনি কারো উপর যতই দুর্বল হবেন, ততই সে আপনার আবেগগুলো নিয়ে খেলা করার সুযোগ পাবে। ধরুন, আপনি কারো সাথে কথা বলার জন্য ব্যাকুল। এই কথাটা যদি সে জানতে পারে তাহলে সে আর আপনার সাথে কথা বলতে চাইবে না! অথবা, কাউকে আপনার খুব দেখতে ইচ্ছে হচ্ছে, এই কথাটা যদি সে জানতে পারে তাহলে সে ইচ্ছা করে আপনার সাথে দেখা না করার অজুহাত খুঁজবে! অথবা কেউ একজনকে আপনি খুব ভালোবাসেন, এই কথাটা যদি সে জানতে পারে তাহলেই সে আপনাকে ভালোবাসার সব আগ্রহ হারিয়ে ফেলবে। তাই কোনো মানুষকে যতই ভালোবাসুন, যতই মিস করুন, যতই দুর্বলতা থাক তার প্রতি, কখনোই তা প্রকাশ করতে যাবেন না। কারন একজন মানুষ আরেকজন মানুষের আবেগ অনুভূতি নিয়ে খেলতে এক ধরনের পৈশাচিক মজা পায়!



<বিঃদ্রঃ- আমার কথা শুনে যদি কিছুই প্রকাশ না করেন তাহলে কিন্তু জীবনে কিছুই পাবেন না। এগুলো শুধু আমার দিক থেকে বলেছি তাই বলে এই না আপনার সাথে ঘটবে। তাই প্রকাশ করে দিন নিঃদ্বিধায় , পেয়ে যাবেন।>

ভাবতে হয় অনেক ভাবনা, করতে হয় অনেক চিন্তা। এসব কিছুই যেন আমি করতে চাই না, তবুও করতে হয় আমায়।
চলতে আমি পারি না, চলতে আমি চাই না, তবুও চলতে হয় আমায়। জানি না কেন...?? কেন করতে হয় আমায়...??
কিসের জন্য করতে হয়...?? উত্তর পাই না খুজে। বলতে পারি না আমি, মুখ বুজে সয়ে যাই সব কিছু। শেষ হয় না আমার পথ চলা। কেন শেষ হচ্ছে এই পথ চলা...??
কিন্তু হায়! পথিমধ্যে যেন আমি হোঁচট খাই! আমি যেন চলতে চলতে হাঁপিয়ে যাই! তবুও শেষ হয় না আমার এই পথ চলা। জীবন একটুও সহানুভুতি দেখায় না আমার প্রতি।
আর কত দিন...?? আর কতদিন...??

চিৎকার করে বলতে ইচ্ছা করে-
"আমি আর পথ চলতে পারছি না,
আর আমি চিন্তা করতে পারছি না।"

"আমি আর পথ চলবো না,
আমি আর চিন্তা করবো না। ”

জীবনকে আমরা যতোটা সহজ ভাবি, জীবন আসলে ততোটাই কঠিন। জীবনের হিসাব মিলানোটা খুব কঠিন। আমাদের বোধশক্তি হবার পর থেকেই শুরু হয়ে যায় এই হিসাব মিলানো।যখনই মনে হয় হিসাবটা বুঝি আর মিলবেই না, তখনই কেউ সমাধানের একটু আভাস পায়। তখনই হিসাবটা অনেক সহজ হয়ে যায়। আবার,যখনই মনে হয় হিসাবটাতো এখনই মিলে যাবে, অমনি আরও জটিল হয়ে যায়। যারা হিসাবটা মিলিয়েছে, নিঃসন্দেহে তারাই জয়ী হয়েছে। কিন্তু শেষে দেখা যায়, ফলাফল শুন্যই রয়েছে। কেউবা উত্তর শুন্য দেখে, জীবনটাকেও শুন্য করে ফেলেছে। আবার কেউবা আমার মত, হিসাবটা এখনো মিলাচ্ছে। একসময় দেখব জীবনটাই শেষ। কিন্তু জীবন নামক জটিল অঙ্কটার হিসাব মিলানো হয়নি শেষ।

বড় একা আমি বড়ই একা!
ফুলহীন টবের মত; তারাহীন শশীর মত আমি একা।
বড়ই একা।
নির্জন রাতের মত; কবরের লাশের মত আমি একা।
বড়ই একা…
বড় একা আমি নিজের ছায়ার মত, শুন্যতার মত, দীর্ঘস্বাস এর মত, নিস্বঙ্গ বৃক্ষের মত, নির্জন নদীর মত, বিচ্ছিন্ন দ্বীপ এর মত, মৌন পাহাড়ের মত, আজীবন দন্ড প্রাপ্ত সাজা প্রাপ্ত আসামির মত, বড় একা আমি বড় একা ।
আহ! কী যে ব্যথা…

MARI themes

Powered by Blogger.