অবুঝ অনূভুতী

আমাদের অনুভুতি গুলো কেমন যেন অদ্ভুত রকমের। অনেক সময় আমাদের মন যা চায় তার ঠিক উল্টোটা প্রকাশ করি। আর এটা কাদের সাথে করি…??? তাদের সাথেই করি যারা খুব কাছের, খুব আপন কেউ। ধরুন আপনি একটি মানুষের উপর খুব বেশি নিভরশীল, সে সাথে না থাকলে আপনার চলেই না, আপনি কোন ভাবেই তাকে ছাড়া একটি দিন কল্পনা করতে পারেন না। দেখা যাবে তার সাথেই আপনার ছোট ছোট বষয় নিয়ে ঝগড়া হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, রাগ- অভীমান হচ্ছে। একটু ভেবে দেখুন যে আপনার আপন না তার সাথে কিন্তু কখনই এমন হবে না। সে আপনি বাদে অন্য কারো সাথে মিশলে আপনার Jealous feel হয়, আপনি তা সহ্য করতে পারেন না, কেমন যেন একটা রাগ রাগ অনুভুতি হয়। এতেই বুঝা যায় আপনি তার প্রতি কতোটা  নিভরশীল। ধরুন, আপনি সেই মানুষটা কে কোন কারণ বষৎ বা এমনি বললেন আর কথা না বলতে। দেখা গেলো আপনি বলা মাত্রই সে কথা বলা বন্ধ করে দিল। তখন কি করবেন…??? আপনি হয়তো ভেবেছিলেন সে কথা বলবে, সে আপনার এই কথার চেয়ে আপনাদের মাঝে যে Understanding- সেটাকেই বেশি গুরত্ব দিবে কিন্তু ঘোটলো উল্টোটা। এই সময়ে আপনার কি মনে হবে…??? আপনি ভাবলেন কি আর হলো কি, অভিমানের সুরে কথাটা বলতে গিয়ে বিপদে পরে গেছেন। মানে নিজের পাতা ফাদে নিজেই পড়েছেন। এই অবস্থায় আপনি না নিজে থেকে কথা বলতে পারবেন, না কথা না বলে থাকতে পারবেন। আসলে আপনি যার প্রতি এতোটা নিভরশীল সে আপনার প্রতি বিন্দু পরিমাণ নিভরশীল না আর এ জন্যই আপনি না করার সাথে সাথে সেও দূরে চলে গিয়েছে। দেখা যাবে তখন আপনি অনেকটা একাকিত্বতায় ভুগবেন, আস্তে আস্তে হতাশা, খারাপ লাগা, মন খারাপ, সারাক্ষণ একটা ঘোরের  মধ্যে আপনার সময় গুলো কাটবে। তখন বুঝবেন জীবন কি, কষ্ট কি…।।
আচ্ছা ধরুন এরকম না হয়ে এর উল্টোটা ঘটলো। মানে সে আরো বেশি করে কথা বলতে লাগলো, আপনি কথা বলতে মানা করেছেন দেখে আপনাকে এতো গুলো কথা শুনিয়ে দিল, ধমকালো আরো অনেক কিছু। তখম দেখা যাবে আপনার দিন গুলো আগের তুলনায় অনেক বেশি ভালো যাচ্ছে, অনেক ভালো আছেন। এরকম তখনি ঘটবে যখন আপনি তাকে যতোটা আপন ভাবেন, আপনি তার প্রতি যতোটা নিভরশীল সেও ঠিক ততোটাই নিভরশীল। দেখা যায় বেশির ভাগি এরকম হয় না। দেখা যায় আপনি তার সাথে ভাল আছেন কিন্তু সে আপনার সাথে ভাল নেই, আপনি তার প্রতি এতোটা নিভরশীল কিন্তু সে একটুও না…আপনি তাকে এতোটা আপন ভাবেন আর সে হয়তো আর দশটা মানুষের মতই দেখে। সত্যি এই জিনিস গুলো Face- করা অনেক কষ্টের।
অনুভুতি, রাগ-অভিমান, নিভরশীল, Understanding- এগুলো যদি একে অপরেরটা বুঝতো তাহলে কি এমন ক্ষতি হতো…??