রাতটা বেশ কাটলো আমার । অবিরাম বৃষ্টি চলছেই...সব মিলিয়ে কেমন যেন লাগছিলো আমার । বারান্দায় গিয়ে গ্রিল ধরে দারালাম তখন দেখতে পেলাম শ্রাবণের অশান্ত বর্ষণ... নিতান্তই বৃষ্টি পড়ছে... এ থামার নয়। থামেওনি...
আকাশটা পুরো ফ্যাঁকাসে সাদা মনে হচ্ছিলো। কালো মেঘ গুলো ভেসে যাচ্ছিলো আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিলো একটু পর পর ।
আমি অবাক হয়ে বৃষ্টি দেখছিলাম । আর বৃষ্টির ঝাঁপটা এসে নিতান্তই ভিজিয়ে দিচ্ছিলো আমার মুখখানি। ভালোই লাগছিলো। একটু পর বুঝতে পারলাম বৃষ্টির জল আর আমার চোখের জল এক হয়ে মিশে যাচ্ছে...
ঠিক করলাম বৃষ্টি তে ভিজবো..।।
অনেকদিন পর অনেক্ষন রাতে বৃষ্টি তে ভিজলাম । বৃষ্টি তে ভিজতে আমার অনেক ভালো লাগে কিন্তু আজ যেন মনে হচ্ছিলো কতদিন ধরে এই বৃষ্টি তে ভেজার অপেক্ষায় ছিলাম আমি। কেন এই অপেক্ষা আমার অজান্তেই আমার মনে তৈরি হয়েছিলো জানিনা। কিন্তু বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে নিজের কস্ত গুলোকে বৃষ্টির সাথে ভাগ করতে পেরে বেশ প্রশান্তি লাগছিলো।
বৃষ্টির এক অদ্ভুত ক্ষমতা আছে। যদিও বৃষ্টি দেখতে সবারই ভালো লাগে কিন্তু বৃষ্টি তে ভিজে ভিজে চোখ বন্ধ করে বৃষ্টির গান যারা আমার মতো অন্তর দিয়ে অনুভব করতে পেরেছে বা পারে তারাই বুঝতে পারবে বৃষ্টির প্রকৃত ভালোলাগা।
আধো ভেজা মনকে যখন বৃষ্টি পূর্ণভাবে ভিজিয়ে দেয় তখন অজান্তেই মনের কষ্ট গুলো চোখ বেয়ে বাহিরে নেমে আসে ঠিক যেমনি করে বৃষ্টি নামে এবং তা বর্ষণের সাথে বর্ষা হয়েই যোগ দেয়...
কিন্তু এই বর্ষণ কারো চোখে পড়ার মতো নয়। তাই ঐ বর্ষণ চাক্ষুস হলেও কারো বোধগম্য নয় । তাই বৃষ্টি তে ভিজে ভিজে বৃষ্টির সাথে নিজের সব কষ্ট গুলোকে উন্মুক্ত করার আনন্দ বর্ণনা করা সম্ভব নয়.
তবে এ ভেজার মাঝে আরেকটি গোপন ভাললাগা কাজ করে আমার মাঝে.
আমাকে নিতান্তই ছুঁয়ে দিচ্ছিলো বৃষ্টির প্রতিটি ফোঁটা হয়ে...
তখন মেঘ কালো শ্রাবণের আকাশই হয় আমার একমাত্র আশ্রয়....।।
আকাশটা পুরো ফ্যাঁকাসে সাদা মনে হচ্ছিলো। কালো মেঘ গুলো ভেসে যাচ্ছিলো আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিলো একটু পর পর ।
আমি অবাক হয়ে বৃষ্টি দেখছিলাম । আর বৃষ্টির ঝাঁপটা এসে নিতান্তই ভিজিয়ে দিচ্ছিলো আমার মুখখানি। ভালোই লাগছিলো। একটু পর বুঝতে পারলাম বৃষ্টির জল আর আমার চোখের জল এক হয়ে মিশে যাচ্ছে...
ঠিক করলাম বৃষ্টি তে ভিজবো..।।
অনেকদিন পর অনেক্ষন রাতে বৃষ্টি তে ভিজলাম । বৃষ্টি তে ভিজতে আমার অনেক ভালো লাগে কিন্তু আজ যেন মনে হচ্ছিলো কতদিন ধরে এই বৃষ্টি তে ভেজার অপেক্ষায় ছিলাম আমি। কেন এই অপেক্ষা আমার অজান্তেই আমার মনে তৈরি হয়েছিলো জানিনা। কিন্তু বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে নিজের কস্ত গুলোকে বৃষ্টির সাথে ভাগ করতে পেরে বেশ প্রশান্তি লাগছিলো।
বৃষ্টির এক অদ্ভুত ক্ষমতা আছে। যদিও বৃষ্টি দেখতে সবারই ভালো লাগে কিন্তু বৃষ্টি তে ভিজে ভিজে চোখ বন্ধ করে বৃষ্টির গান যারা আমার মতো অন্তর দিয়ে অনুভব করতে পেরেছে বা পারে তারাই বুঝতে পারবে বৃষ্টির প্রকৃত ভালোলাগা।
আধো ভেজা মনকে যখন বৃষ্টি পূর্ণভাবে ভিজিয়ে দেয় তখন অজান্তেই মনের কষ্ট গুলো চোখ বেয়ে বাহিরে নেমে আসে ঠিক যেমনি করে বৃষ্টি নামে এবং তা বর্ষণের সাথে বর্ষা হয়েই যোগ দেয়...
কিন্তু এই বর্ষণ কারো চোখে পড়ার মতো নয়। তাই ঐ বর্ষণ চাক্ষুস হলেও কারো বোধগম্য নয় । তাই বৃষ্টি তে ভিজে ভিজে বৃষ্টির সাথে নিজের সব কষ্ট গুলোকে উন্মুক্ত করার আনন্দ বর্ণনা করা সম্ভব নয়.
তবে এ ভেজার মাঝে আরেকটি গোপন ভাললাগা কাজ করে আমার মাঝে.
আমাকে নিতান্তই ছুঁয়ে দিচ্ছিলো বৃষ্টির প্রতিটি ফোঁটা হয়ে...
তখন মেঘ কালো শ্রাবণের আকাশই হয় আমার একমাত্র আশ্রয়....।।
Post a Comment