জীবনের মানে

জীবনের মানে কি…?? এই প্রশ্নটার উত্তর অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাই নি। অনেকের কাছে জানতে চেয়েছি কিন্তু কোন উত্তর পাই নি।
আমার কাছে জীবনের মানে কচুঁ পাতার পানি। কচুঁ পাতার পানি বলতে আমি এখানে ক্ষণস্থায়ী বুঝিয়েছি, মানে কচু পাতার উপর পানি পড়লে বা বৃষ্টিতে ভিজলে কচুঁ পাতার ঠিক মাঝ খানটায় কিছু পানি জমে থাকে যা একটু বাতাস বা ছোয়া লাগলেই পরে যায়। পানি পড়ে যাওয়ার পর পাতার গায়ে তিল পরিমান পানিও লেগে থাকে না। জীবন টাও সে রকমই…

একটু বুঝিয়ে বলি।
ধরুন আপনি সব মিলিয়ে, সব দিক থেকেই কিছুটা ভাল আছেন। হঠাৎ করে দেখবেন সব কেমন যেন হয়ে গেছে, কিছুই আর আগের মতো নেই। আপনি বুঝতেও পারবেন না কি ঘটলো, কেন ঘটলো। তখন দেখবেন আপনি যে সময় টা অনেক ভাল ছিলেন তার ছিটে ফুটোও নেই, সব ধুয়ে, মুছে গেছে।
আবার ধরুন, আপনি একটা মানুষের সাথে ভাল আছেন। সেও জানে আপনি তার সাথে অনেক ভাল আছেন, সুখী আছেন। দেখবেন সেই মানুষটা একদিন কোন কারন ছাড়াই বদলে গেছে। এমন ভাবে বদলাবে যে আপনার চিনতে কষ্ট হবে যে এটা কি সেই মানুষটাই…?? তখন সে আর আপনার দিকে খেলায় রাখবে না, আপনি ভাল আছেন না খারাপ আছেন কখন জানতেও চাবে না। তখন আপনি এমন ভাবে ভাল থাকাটা হারিয়ে ফেলবেন যে আপনি তা আর কখনই ফিরে পাবেন না। জীবন থেকে একেবারে হারিয়ে যাবে।
এরকম হাজার উদাহারণ দেওয়া যাবে।
জীবনটা আসলেই একটা কচুঁ পাতার পানির মতো ক্ষণস্থায়ী। শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়…।।