অনুভূতির সংজ্ঞা

কতো দ্রুতই না চলে যাচ্ছে দিন, বদলে যাচ্ছে সময়। তবুও বদলায় না কিছু অনুভূতি যার সংজ্ঞা আমাদের কারো জানা নেই। তাইতো আছি তাহার মাঝেই খুঁজে পেতে জীবনের অর্থ। হয়তোবা ভুল নয়তো সঠিক।জীবনটা নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ একদিন সময় ফুরিয়ে যাবে। হয়তোবা ফিরে পেতে চাইবো সোনালি সুদিন। পাবোনা কিছুই তবুও চেয়ে যাবো হয়তো। দেখা হবেনা সেই হাসি মুখ, দেখা হবেনা বিজয়ের উল্লাস। না পাওয়া কিছু না পাওয়াই থাক, কেবল পাওয়ার ইচ্ছেটাই বেচে থাক অন্তরে।
মানুষ তার কল্পনাতেই সবচেয়ে বেশি সফল। কারন সেখানে সবটাই তার হাতের মুঠোয়। চাইলেই ভুল গুলোকে মুছে শুধরে ফেলা যায়। বাস্তবটাই কেবল মানুষকে কাঁদায়, খুব বেশিই কাঁদায়।
মন খুব-ই নরম জিনিশ, কখন যে কি কারনে ব্যথা পায় বুঝা বড় দায়।

মুখের কথা সব সময় মনের কথা হয়না, মনের কথা মন দিয়েই বুঝতে হয়।