অনুভুতী ও আত্নার মৃত্যু

আমাদের অনুভুতী গুলো কেমন যেন একটু বেশিই আবেগ প্রবণ। সবার কেমন তা জানি না কিন্তু আমার অনুভুতি গুলো কেমন-ই যেন। হয়তো আমার অনুভুতী গুলো অনুভুতি-ই না, হয়তো এটা একটা মিথ্যা অনুভুতির প্রতিচ্ছবি। তবে কি সব-ই মিথ্যা…??? হয়তো, হয়তো না।
হয়তো এই অনুভুতি গুলো সব একদিন মরে যাবে, হয়তো শেষ হয়ে যাবে চিরতরে। কিছু অনুভুতি কেউ বুঝতে পারে না, কিছু অনুভুতি আছে যা কেউ কখনো অনুভব করতে পারে না। কারন, এই অনুভুতি গুলো মুল্যহীন, অথহীন। বোঝা, না বোঝার মাঝামাঝি। যার কোন প্রভাব আমাদের মাঝে, আমাদের জীবনে পরে না।

কিছু অনুভুতি আছে যা শুধু অনুভুতীতেই রয়ে যায়, হাজার বলতে যেয়েও বলা হয় না। বলা হয় না অনেক কিছু, অনেক নাম না জানা জীবনের গল্প, নাম না জানা অনুভুতী। তবে সে অনুভুতী গুলো আস্তে আস্তে মরে যায়। শুধু অনুভুতী গুলো মরে না, সাথে মানুষটাও মরে যায়। তাদের অনুভুতী গুলো কখনোই মুল্য পায় না, মুল্য পায় না তাদের সরল মনের ভাষা গুলো। এভাবেই শেষ হয়ে যায় আবেগ প্রবণ মানুষের মুল্যহীন জীবন।

আমি একটা আত্নাকে তিলে তিলে মরে যেতে দেখতেছি, বাঁচার জন্য ছট-ফট করতেছে। কিন্তু তার আর বাঁচা হবে না, হবে না আর পূণজীবিত হওয়া। এই মৃত্যু পথযাত্রি আত্না টাই আমি…।।