নিকটস্থ বন্ধু

একাকীত্ব আমার সবচেয়ে নিকটস্থ বন্ধু। অন্য যত দূরের-কাছের প্রিয়জনেরা যখন
জাগতিক ব্যস্ততায় যার যার কাজে চলে যায়, তখন এই একাকীত্বই শুধু মাত্র  পাশে বসে থাকে, কাঁধে হাত রাখে। অন্য সবাইকে যা যা বলতে পারি না  সে সব কথা সবই মনোযোগ দিয়ে একমনে শুনে ও, একটুকুও বিরক্ত বোধ করে না অন্যদের মতো, একটুকুও ক্লান্তি বোধ করে না অন্যদের মতো, একটুকুও উপহাস করে না অন্যদের মতো,  ওর মতো আপন আর কেই বা হতে পারে আমার..?? কেই বা এতো আপন করে নিবে আমায়...??
চোখের কোণ থেকে ঝরা নোনা দুঃখ, গাল ভার করা মলিন মুখের অভিমান, ক্রোধে লাফিয়ে উঠা আগ্নেয়গিরি রাগ, এমন সব অনুভূতিতে আমার মতো অনুভব করে আমার সবচেয়ে নিকটস্থ বন্ধু একাকীত্ব। আমার অনুভুতি গুলো আপন করে নেয় আমার এই একাকীত্ব।