স্বপ্নাশ্রয়ী মানুষ গুলো স্বপ্ন দেখে দিন, রাত, দুপুর, বিকেল..। যেন কোন ক্লান্তি নেই স্বপ্ন দেখায়। স্বপ্নের জাল বুনতে বুনতে এক সময় বাস্তবতা থেকে হারিয়ে যেতে শুরু করে। রচি স্বপ্নাশ্রয়ী মানুষ না বাস্তববাদী। তাই অপূর্ণ স্বপ্ন দেখার সাধ তার নেই। কিন্তু বেঁচে থাকার তাগিদে সব কিছুকে পেছনে ফেলে আবার স্বপ্ন দেখতে শুরু করে। কল্পনার পাখায় ভর করে স্বপ্ন গুলো ডানা মেলতে থাকে আর আশায় বুক বাধে রচি। নীল আকাশের দিকে তাকিয়ে বিধাতাকে বলি পুরন করবে আমার স্বপ্ন গুলো...???
আর তখনই ঝুম বৃষ্টি শুরু হয়, চোখের জলের সাথে বৃষ্টির পানি মিশে একাকার হয়ে যায়।
তারপর সমান্তরাল রেললাইন ধরে এগিয়ে যায় স্বপ্ন পুরনের তাগিদে...।
আবার আকাশের দিকে তাকাই, নীল আকাশটা ধীরে ধীরে লাল হচ্ছে অর্থাৎ গোধুলী লগ্ন। আর বিধাতাকে প্রশ্ন করি আমার স্বপ্নটা কি অনেক বড় ছিল...???
আর তখনই ঝুম বৃষ্টি শুরু হয়, চোখের জলের সাথে বৃষ্টির পানি মিশে একাকার হয়ে যায়।
তারপর সমান্তরাল রেললাইন ধরে এগিয়ে যায় স্বপ্ন পুরনের তাগিদে...।
আবার আকাশের দিকে তাকাই, নীল আকাশটা ধীরে ধীরে লাল হচ্ছে অর্থাৎ গোধুলী লগ্ন। আর বিধাতাকে প্রশ্ন করি আমার স্বপ্নটা কি অনেক বড় ছিল...???
Post a Comment