"সুখ-দুঃখ" অদল - বদল

কিছু জিনিস বেশ কিছু দিন যাবত-ই মাথায় ঘুরপাক খাচ্ছিল। মাথায় ঘুরপাক খেতে খেতে কেমন যেন একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে। বহুদিন ধরেই সুখ এবং দুঃখ বিষয়টা আসলে ঠিক কি বোঝার চেষ্টা করছিলাম। একেক সময় একেক রকম থিওরী আসে মাথায়, ব্যক্তিগত ডায়েরীতে নোট করে রাখি সেগুলো। বহুদিন ধরে তৈরি করা ঐ নোটটি গত কয়েকদিন ধরে পড়ছি আর ভাবছি।
সুখ-দুঃখ বিষয়ক ভাবনা ও ঘটনাগুলো পর্যালোচনা করে কয়েকটি বিষয়ে সামনে চলে আসলো।  প্রাইভেট নোট হিসেবেই তা যুক্ত রইলো আপাতত।
আজকে নতুন একটা মন্তব্য যুক্ত করলাম ঐ নোটে, শিরোনাম- “সুখী হওয়ার ফর্মূলা”
“মানুষ সুখী হওয়ার চাইতে দুঃখী হতে বেশি পছন্দ করে। এজন্যই "দুঃখ বিলাস" নামের একটা শব্দ পাওয়া যায়, সুখ বিলাস নামের কোন শব্দ চোখে পড়েনি এখনো। যেমন আমার দু'টি ছদ্দ নাম আছে তার মধ্যে একটি হলো "দুঃখ বিলাস"। আবার সুখানুভূতির চাইতে দুঃখানুভূতি বেশি সময় ধরে স্থায়ী হয় এবং মানুষ এটাকে আরো দীর্ঘায়িত করতে পছন্দ করে। তাহলে দুঃখ-কে সুখের সাথে বদলে দিলেই হয়.. আজ থেকে দুঃখ = সুখ, সুখ = দুঃখ। মানে ফলাফল শুন্য।
মানবকূলকে সর্বাধিক  সুখী করার এর চাইতে ভাল সংস্কার আর কী হতে পারে...???