আবেগ নিয়ে খেলা

আপনি কারো উপর যতই দুর্বল হবেন, ততই সে আপনার আবেগগুলো নিয়ে খেলা করার সুযোগ পাবে। ধরুন, আপনি কারো সাথে কথা বলার জন্য ব্যাকুল। এই কথাটা যদি সে জানতে পারে তাহলে সে আর আপনার সাথে কথা বলতে চাইবে না! অথবা, কাউকে আপনার খুব দেখতে ইচ্ছে হচ্ছে, এই কথাটা যদি সে জানতে পারে তাহলে সে ইচ্ছা করে আপনার সাথে দেখা না করার অজুহাত খুঁজবে! অথবা কেউ একজনকে আপনি খুব ভালোবাসেন, এই কথাটা যদি সে জানতে পারে তাহলেই সে আপনাকে ভালোবাসার সব আগ্রহ হারিয়ে ফেলবে। তাই কোনো মানুষকে যতই ভালোবাসুন, যতই মিস করুন, যতই দুর্বলতা থাক তার প্রতি, কখনোই তা প্রকাশ করতে যাবেন না। কারন একজন মানুষ আরেকজন মানুষের আবেগ অনুভূতি নিয়ে খেলতে এক ধরনের পৈশাচিক মজা পায়!



<বিঃদ্রঃ- আমার কথা শুনে যদি কিছুই প্রকাশ না করেন তাহলে কিন্তু জীবনে কিছুই পাবেন না। এগুলো শুধু আমার দিক থেকে বলেছি তাই বলে এই না আপনার সাথে ঘটবে। তাই প্রকাশ করে দিন নিঃদ্বিধায় , পেয়ে যাবেন।>