ভাঙ্গা স্বপ্ন

আজ স্বপ্ন গুলোকে জড়ো করে তুলে দেবো সেই ভেলায় যে ভেলাটি যাবে ভেসে গোধুলী বেলার সমুদ্রের মোহনায়। যে স্বপ্ন আর কখনো ফিরে আসবে না।  কাল থেকে আমার চোখে আর ভাসবে না কোনো স্বপ্নে। স্বপ্ন গুলো স্বপ্ন হয়েই থাক।  স্বপ্ন ভাঙ্গার যন্ত্রণায় আর কাটবেনা কোনো লগ্ন।