মন খারাপ থাকলে প্রত্যেকেরই কিছু না কিছু করতে ইচ্ছে হয়। কোনো না কোনো ভাবে এই মন খারপটাকে উপভোগ করতে মন চায়। কেউ গান শোনে, কেউ প্রিয় মানুষটার সাথে কথা বলে, কেউ চুপ করে বসে থাকে, কেউ মুভি দেখে, কেউ চলে যায় রেল লাইনে, কারো বা মন খারাপের বিশেষ স্থানও আছে সেখানে গিয়ে বসে থাকে, কেউ আবার স্মুতি গুলোকে মনে করার চেষ্টা করে, কেউ বাঁশি বাজায়, কেউ গিটার নিয়ে টুংটাং করে, কেউ কেউ তো আবার সেই মন খারাপ নিয়েই কবিতা লেখে, কেউ লেখে ডায়েরী...
কতভাবে মানুষ মন খারাপটাকে উপভোগ করে। কিন্তু এগুলো করে মন ভালো করার জন্য না। মন খারাপটাকে উপভোগ করে আরও মন খারাপ করার জন্য। সৃষ্টিকর্তার সৃষ্টির কোনো তুলনা হয় না। কেমন এক অদ্ভুত সৃষ্টি। দেখা যায়না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় যে মন বলে কিছু আছে। যেই মনের উপর পৃথিবীর সবকিছুই নির্ভর করে আছে। কত সম্পর্ক, কত পরিবার, কত জীবন আকড়ে আছে শুধুই এই মনের কাছে।
আজ খুব বেশি মন খারাপ। তাই এই মন নিয়েই লিখলাম কিছু..।
আমি মন খারাপ হলে গান শুনি, নয়তো আমার প্রিয় একটা জায়গা "পুকুর পাড়" সেখানে গিয়ে বসে থাকি। কিন্তু আজ কিছুই করতে ইচ্ছা করছে না, কিছুই ভালো লাগতেছে না।
মন খারাপ সে যেনো শেষ হবার নয়...
কালো মেঘের কান্না বৃষ্টি, মন খারাপের বৃষ্টি, চোখের জলের বৃষ্টি...।।
কতভাবে মানুষ মন খারাপটাকে উপভোগ করে। কিন্তু এগুলো করে মন ভালো করার জন্য না। মন খারাপটাকে উপভোগ করে আরও মন খারাপ করার জন্য। সৃষ্টিকর্তার সৃষ্টির কোনো তুলনা হয় না। কেমন এক অদ্ভুত সৃষ্টি। দেখা যায়না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় যে মন বলে কিছু আছে। যেই মনের উপর পৃথিবীর সবকিছুই নির্ভর করে আছে। কত সম্পর্ক, কত পরিবার, কত জীবন আকড়ে আছে শুধুই এই মনের কাছে।
আজ খুব বেশি মন খারাপ। তাই এই মন নিয়েই লিখলাম কিছু..।
আমি মন খারাপ হলে গান শুনি, নয়তো আমার প্রিয় একটা জায়গা "পুকুর পাড়" সেখানে গিয়ে বসে থাকি। কিন্তু আজ কিছুই করতে ইচ্ছা করছে না, কিছুই ভালো লাগতেছে না।
মন খারাপ সে যেনো শেষ হবার নয়...
কালো মেঘের কান্না বৃষ্টি, মন খারাপের বৃষ্টি, চোখের জলের বৃষ্টি...।।
অবশেষে জিতে যায় টাকা
ReplyDelete