স্বপ্নের ঘোড়ে বাস্তবতা

জীবন যেখানে থেমে যায়, স্বপ্ন সেখানে শুরু হয়। স্বপ্ন যেখানে থেমে যায়, জীবন সেখানে শুরু হয়।
আমার লক্ষ্য স্বপ্নকে ধরা, জীবনের লক্ষ্য আমাকে। আমি আর জীবন ছুটতেই থাকি চেনা হয় না কাউকেই।
স্বপ্ন ছুটে তার পিছনে আমি, আমার পিছনে জীবন। লক্ষ্যে আমি পৌঁছাতে না পারি তবু পৌঁছে যায় জীবন। স্বপ্ন শুধু তাড়া করে বেড়ায়। আমি স্বপ্নকে ছুঁতে না পারি, জীবনকে শুধাই অভিমানী সুরে কেন হতে দিল না স্বপ্নেরই বাস্তব। জীবন তিরস্কার করে হেসে উঠে বলে ওরে আমিই তো বাস্তবতা, স্বপ্নতো এক ছলনা শুধু যে কেড়ে নেয় মহানতা। জীবন তোকে মহান বানাবে ভুলিয়ে স্বাধীনতা। স্বপ্ন তোকে স্বাধীন বানাবে ভুলিয়ে বাস্তবতা।