রাতভর জেগে থাকা আমার এক সময়কার অভ্যাস থাকলেও এখন তা রোগে পরিনত হয়ে গেছে। তবে আজ রাত একটু ভিন্ন। রাত ভরে আকাশ দেখতে আমার অনেক ভালো লাগে । একা মানুষ গুলো অনেকটা এমনি হয়...কারন, তাদের একাকীত্ব জীবন টায় তাঁরা অনেক বেশী অগোছালো থাকে। অনেক দিন হয় আকাশ দেখি না । কারন, হয়তো আগের মতো আর সপ্নে বাস করিনা... তাই আকাশ দেখা হয়ে ওঠেনা। কিন্তু আজ অনেক দিন পর রাতের আকাশ দেখছিলাম।।
আকাশ দেখতে সবারি ভালো লাগে। সত্যি বলতে মনের শত আবেগ আর কষ্ট গুলো এক ভারী নিঃশ্বাস হয়ে বের হয়ে যায় যখন আমরা আকাশ পানে তাকাই ।
আজকের আকাশ বোধয় একটু বেশী উদাসী, একটু বেশিই অন্য রকম, একটু বেশিই সুন্দর।
তবে দেখে সত্যি অনেক ভালো লাগছে। এ ভালোলাগার অনুভবকে আসলে কি বলে আখ্যায়িত করা যায় খুঁজে পাচ্ছিনা।শ্রাবণের রাতের আকাশের এটাই এক মজার অনুভুতি।।
আজ আবার চাঁদও উঠেছে, চাঁদ তো নয় যেন মস্ত বড় জোস্নার থালা। আর সে চাঁদ কে অনবরত অতিক্রম করে চলছে কিছু সাদা-কালো মেঘ। মেঘ গুলো চাঁদের উপর দিয়ে বয়ে যাচ্ছে যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর চারপাশে বইছে পাগলা হাওয়ার মতো বাতাস। অচেনা-অশান্ত বাতাস, এ বাতাস আমাকে পাগল করে দিচ্ছে, উদাস করে দিচ্ছে ।। বাতাসে ছাদের রেলিং টা ধরে দাঁড়িয়ে আছি...
আকাশ দেখতে সবারি ভালো লাগে। সত্যি বলতে মনের শত আবেগ আর কষ্ট গুলো এক ভারী নিঃশ্বাস হয়ে বের হয়ে যায় যখন আমরা আকাশ পানে তাকাই ।
আজকের আকাশ বোধয় একটু বেশী উদাসী, একটু বেশিই অন্য রকম, একটু বেশিই সুন্দর।
তবে দেখে সত্যি অনেক ভালো লাগছে। এ ভালোলাগার অনুভবকে আসলে কি বলে আখ্যায়িত করা যায় খুঁজে পাচ্ছিনা।শ্রাবণের রাতের আকাশের এটাই এক মজার অনুভুতি।।
আজ আবার চাঁদও উঠেছে, চাঁদ তো নয় যেন মস্ত বড় জোস্নার থালা। আর সে চাঁদ কে অনবরত অতিক্রম করে চলছে কিছু সাদা-কালো মেঘ। মেঘ গুলো চাঁদের উপর দিয়ে বয়ে যাচ্ছে যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর চারপাশে বইছে পাগলা হাওয়ার মতো বাতাস। অচেনা-অশান্ত বাতাস, এ বাতাস আমাকে পাগল করে দিচ্ছে, উদাস করে দিচ্ছে ।। বাতাসে ছাদের রেলিং টা ধরে দাঁড়িয়ে আছি...
Post a Comment