অফিসে বসে ছিলাম। অনেক কাজ জমে গিয়েছে। কাজ করতে করতে ক্লান্ত মস্তিস্ক কাজে ফাঁকি দেয়ার একটা বুদ্ধি বের করলো। মস্তিস্কের নির্দেশে কাজ ফেলে সম্পূর্ন ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে ভাবতে বসলাম। আমার সচেতন মন কাজে ফাঁকি দিতে চাইলেও অবচেতন মন চেষ্টা করছিলো যাতে ভাল একটা বিষয় নিয়ে ভাবতে পারি, যাতে আর যাই হোক সময়টা কাজে লাগে। আর সেজন্যই ভাবনার বিষয় বস্তু হচ্ছে “সাফল্য ও ব্যর্থতা”।
সাফল্য ও ব্যর্থতা, মানব জীবনের সবচাইতে বেশি গুরুত্বপূর্ন কয়েকটি শব্দের ভেতরে বেশ উপরেই অবস্থান করে। আমার একটা ডায়েরি আছে যেখানে উইকিপিডিয়া স্টাইলে বিভিন্ন বিষয়ের উপরে নিজের চিন্তা-ভাবনা লিপিবদ্ধ করা আছে। ব্রাউজার খুলে ঐ ডিজিটাল ডায়েরিতে সফলতা আর ব্যর্থতা নিয়ে কবে কি ভেবেছিলাম তা দেখলাম একটু। সাথে সাথে পুরানো চিন্তার সাথে নতুন কিছু ভাবনা যুক্ত হলে-
সফলতা বলতে আসলে আমরা কী বুঝি...?? সফলতার মানদন্ড কী...?? এই যেমন নাস্তিক বা ঘোর দুনিয়াবাদী মানুষের কাছে সফলতা মানে হচ্ছে যতদিন বেঁচে আছি ততদিন খুব ভাল কিছু হওয়া, পাওয়া বা করা। আবার আস্তিকের কাছে দুনিয়ার সফলতার চাইতে পরকালীন সফলতার গুরুত্ব বেশি। পরকালীন সাফল্যের জন্য অনেকে ইহকালীন সফলতার ধার ধারেন না, আবার পরকালীন ব্যর্থতা নিয়ে মোটই চিন্তিত নন এরকম মানুষও আছে। এই পৃথিবীতে আপাত দৃষ্টিতে যেটাকে সফলতা মনে হয় সেটা জনভেদে বিফলতাও মনে হতে পারে। একই কথা ব্যর্থতার ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে সফলতা বা ব্যর্থতার মানদন্ড নির্দিষ্ট নয় বলেই ধরে নেয়া যায়। অথবা জনভেদে গুরুত্বের বিচারে সফলতা এ ব্যর্থতার মানদন্ডে তারতম্য হতে হয়। বিভিন্ন দৃষ্টি কোণ থেকে পরিষ্কার মানদন্ড না পেলেও এটা সবাই মানে যে সফলতা মানে অনেকের কাছে কাঙ্খিত এমন কিছু পাওয়া। সেই অর্থে আবার সফলতা ও ব্যর্থতা নিরুপনের সহজ উপায় খুঁজে পাওয়া সম্ভব। সেই অর্থে কারো কোন বিশেষ অবদান বা কৃতিত্ব দেখে আমরা তাকে সফল ধরে নিতে পারি।
এইসব খামখেয়ালি চিন্তা করতে করতে কাজে ফাঁকি দিতেছি..কাজে ফাঁকি দেওয়া একদম ঠিক না…কাজে মন দেই আবার।
সাফল্য ও ব্যর্থতা, মানব জীবনের সবচাইতে বেশি গুরুত্বপূর্ন কয়েকটি শব্দের ভেতরে বেশ উপরেই অবস্থান করে। আমার একটা ডায়েরি আছে যেখানে উইকিপিডিয়া স্টাইলে বিভিন্ন বিষয়ের উপরে নিজের চিন্তা-ভাবনা লিপিবদ্ধ করা আছে। ব্রাউজার খুলে ঐ ডিজিটাল ডায়েরিতে সফলতা আর ব্যর্থতা নিয়ে কবে কি ভেবেছিলাম তা দেখলাম একটু। সাথে সাথে পুরানো চিন্তার সাথে নতুন কিছু ভাবনা যুক্ত হলে-
সফলতা বলতে আসলে আমরা কী বুঝি...?? সফলতার মানদন্ড কী...?? এই যেমন নাস্তিক বা ঘোর দুনিয়াবাদী মানুষের কাছে সফলতা মানে হচ্ছে যতদিন বেঁচে আছি ততদিন খুব ভাল কিছু হওয়া, পাওয়া বা করা। আবার আস্তিকের কাছে দুনিয়ার সফলতার চাইতে পরকালীন সফলতার গুরুত্ব বেশি। পরকালীন সাফল্যের জন্য অনেকে ইহকালীন সফলতার ধার ধারেন না, আবার পরকালীন ব্যর্থতা নিয়ে মোটই চিন্তিত নন এরকম মানুষও আছে। এই পৃথিবীতে আপাত দৃষ্টিতে যেটাকে সফলতা মনে হয় সেটা জনভেদে বিফলতাও মনে হতে পারে। একই কথা ব্যর্থতার ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে সফলতা বা ব্যর্থতার মানদন্ড নির্দিষ্ট নয় বলেই ধরে নেয়া যায়। অথবা জনভেদে গুরুত্বের বিচারে সফলতা এ ব্যর্থতার মানদন্ডে তারতম্য হতে হয়। বিভিন্ন দৃষ্টি কোণ থেকে পরিষ্কার মানদন্ড না পেলেও এটা সবাই মানে যে সফলতা মানে অনেকের কাছে কাঙ্খিত এমন কিছু পাওয়া। সেই অর্থে আবার সফলতা ও ব্যর্থতা নিরুপনের সহজ উপায় খুঁজে পাওয়া সম্ভব। সেই অর্থে কারো কোন বিশেষ অবদান বা কৃতিত্ব দেখে আমরা তাকে সফল ধরে নিতে পারি।
এইসব খামখেয়ালি চিন্তা করতে করতে কাজে ফাঁকি দিতেছি..কাজে ফাঁকি দেওয়া একদম ঠিক না…কাজে মন দেই আবার।
Post a Comment