ভাবতে হয় অনেক ভাবনা, করতে হয় অনেক চিন্তা। এসব কিছুই যেন আমি করতে চাই না, তবুও করতে হয় আমায়।
চলতে আমি পারি না, চলতে আমি চাই না, তবুও চলতে হয় আমায়। জানি না কেন...?? কেন করতে হয় আমায়...??
কিসের জন্য করতে হয়...?? উত্তর পাই না খুজে। বলতে পারি না আমি, মুখ বুজে সয়ে যাই সব কিছু। শেষ হয় না আমার পথ চলা। কেন শেষ হচ্ছে এই পথ চলা...??
কিন্তু হায়! পথিমধ্যে যেন আমি হোঁচট খাই! আমি যেন চলতে চলতে হাঁপিয়ে যাই! তবুও শেষ হয় না আমার এই পথ চলা। জীবন একটুও সহানুভুতি দেখায় না আমার প্রতি।
আর কত দিন...?? আর কতদিন...??
চিৎকার করে বলতে ইচ্ছা করে-
"আমি আর পথ চলতে পারছি না,
আর আমি চিন্তা করতে পারছি না।"
"আমি আর পথ চলবো না,
আমি আর চিন্তা করবো না। ”
চলতে আমি পারি না, চলতে আমি চাই না, তবুও চলতে হয় আমায়। জানি না কেন...?? কেন করতে হয় আমায়...??
কিসের জন্য করতে হয়...?? উত্তর পাই না খুজে। বলতে পারি না আমি, মুখ বুজে সয়ে যাই সব কিছু। শেষ হয় না আমার পথ চলা। কেন শেষ হচ্ছে এই পথ চলা...??
কিন্তু হায়! পথিমধ্যে যেন আমি হোঁচট খাই! আমি যেন চলতে চলতে হাঁপিয়ে যাই! তবুও শেষ হয় না আমার এই পথ চলা। জীবন একটুও সহানুভুতি দেখায় না আমার প্রতি।
আর কত দিন...?? আর কতদিন...??
চিৎকার করে বলতে ইচ্ছা করে-
"আমি আর পথ চলতে পারছি না,
আর আমি চিন্তা করতে পারছি না।"
"আমি আর পথ চলবো না,
আমি আর চিন্তা করবো না। ”
Post a Comment