একাকিত্ব ও বাস্তব কষ্ট

একা মানুষগুলো অনেকটা অন্ধকারের চার দেয়ালে বাস করা আঁধারে ডুবে থাকা মানুষগুলো মতো । রাতের বন্ধকুপে অপ্সরির চিৎকার যেমন কেও কখনো শুনতে পায়না তাদের চিৎকারও কখনো কারো কানে পৌঁছায় না।
অন্ধকারের চার দেয়ালে বাস করা একটি রুমের কোন এক ফোটা দিয়ে যদি একটি মানুষের চোখে একটু আলো গিয়ে পৌঁছায় তবে সে, সে আলোর পিছেই দৌড়ায় । ভালবাসা আর একাকীত্ব এক তৃষ্ণার্ত মানুষকে যদি কেও একটু ভালবাসার সোপান দেয় তবে সে একফোঁটা ভালবাসার জন্য সে পাগল কুকুরের মতই ছুটবে,এটাই স্বাভাবিক আর যে মানুষটি এ সোপান তাঁকে দিবে তাঁর জন্য এ মানুষ গুলো যে কি না করতে পারে তা বোধয় বোঝানোর প্রয়োজন পরবেনা। আজ খুব বেশী একা হয়ে পড়েছি...। এমনিতেই আমি মানসিকভাবে একা একটা মানুষ কিন্তু আজ বড় বেশী একা হয়ে পড়েছি। সবার সাথে বিছিন্ন হয়ে নিজেকে গুটিয়ে নেয়ার চেষ্টা আমার সর্বদা। কারন আমি এতোটাই অভাগা যে কারো সাথে আমার যায়না।
হা হা হা !!
মানে কেও আমাকে বেশিক্ষন সহ্য করতে পারেনা . তাই একাই পথ বেছে নিতে হয় আমাকে ক্ষণে ক্ষণে ।এই একাকীত্ব আমার কখনই পিছু ছাড়বে না...।
মাঝে মাঝে নিজেকে বড় পাপি মনে হয় । কিন্তু কি পাপ করেছি তা খুঁজে পাই না ।
হয়তো একা জন্ম নেয়াটাই একটা বড় পাপ ছিলো... আল্লাহ্‌ হয়তো এভাবেই সৃষ্টি করেছিলো আমাকে ।
 ঐ যে বললাম বাস্তব কষ্ট বা বাস্তবতা আসলেই অনেক বেশী কঠিন এবং কষ্টের...।।