অনেক দিন পর এতোটা ভোরে ঘুম থেকে উঠলাম। আদৌ ঘুমিয়েছিলাম কিনা জানি না। এখন কেমন যেন ভোরে উঠতে ইচ্ছে হয় না, ঘুম না আসলেও শুয়ে থাকি। কেমন যেন একটা অনুভুতী।
ভোর সবার-ই আসে, একেক জনের ভোর একেক রকম। কারো নতুন কিছু শুরু করার প্রত্যয়ে, কারো আরেকটি হতাশা ভরা দিনের শুরু। আমার দ্বিতীয় টি, মানে হতাশা ভরা আরেকটি দিন, আরেকটি ভোর। মাঝে মাঝে এই ভোরটা কে থামিয়ে দিতে ইচ্ছ করে, ইচ্ছা করে এই হতাশা কাটিয়ে একটু সস্থির নিঃশ্বাস ফেলতে। আমারো যে ইচ্ছা আছে, আমারো যে নতুন কিছু পাওয়ার স্বাদ জাগে।
একটি ভোর চাই আমি একটি ভোর। যে ভোরে চোখ খুলতেই ভয় নেই, আতংকের কোন হাহাকার নেই। একটি ভোর চাই আমি একটি সূর্য চাই চারিদিক আলোকিত মুগ্ধ সকাল চাই। স্বপ্ন পূরোন এর অঙ্গিকার চাই। আর অন্ধকারে আলোর আশা নয়, এই বার সত্যি একটি সোনালী সকাল চাই…।।
ভোর সবার-ই আসে, একেক জনের ভোর একেক রকম। কারো নতুন কিছু শুরু করার প্রত্যয়ে, কারো আরেকটি হতাশা ভরা দিনের শুরু। আমার দ্বিতীয় টি, মানে হতাশা ভরা আরেকটি দিন, আরেকটি ভোর। মাঝে মাঝে এই ভোরটা কে থামিয়ে দিতে ইচ্ছ করে, ইচ্ছা করে এই হতাশা কাটিয়ে একটু সস্থির নিঃশ্বাস ফেলতে। আমারো যে ইচ্ছা আছে, আমারো যে নতুন কিছু পাওয়ার স্বাদ জাগে।
একটি ভোর চাই আমি একটি ভোর। যে ভোরে চোখ খুলতেই ভয় নেই, আতংকের কোন হাহাকার নেই। একটি ভোর চাই আমি একটি সূর্য চাই চারিদিক আলোকিত মুগ্ধ সকাল চাই। স্বপ্ন পূরোন এর অঙ্গিকার চাই। আর অন্ধকারে আলোর আশা নয়, এই বার সত্যি একটি সোনালী সকাল চাই…।।
Post a Comment