শেষ অশ্রু

হঠাৎ কোনো এক ভোরে, ঘুমহীন রাতের পর দাড়িয়ে দেখছি ঐ সূর্যোদয়।
বেশ বিষণ্ণ মন আমার, গতকাল ডাক্তার আমার মেডিকেল রিপোর্ট দিয়েছে।
আমার নাকি ব্রেইন টিউমার ধরা পড়েছে। এইতো আর কিছু দিন হাতে রয়েছে...।।
পৃথিবী টাকে এতো মায়া ভরা চোখে এর আগে কখনো দেখিনি আমি। আজ কেন জানি অনেক মায়া লাগছে।
কষ্ট হচ্ছে বাবা-মা কে ছেড়ে যেতে হবে বলে। তবে একটু সস্থিও লাগছে...।।
আমিতো তাদের একমাত্র ছেলে !! সইতে পারবে কি তারা এ কষ্ট..??
পারবেনা জানি... তাতে কি..??? অনেক কষ্টই তো দিয়েছি, শেষ বেলায় না হয় বড় বেশী কষ্ট দিয়ে গেলাম।
আমি চলে যাচ্ছি বলে আমার বিন্দু মাত্র কষ্ট হচ্ছেনা এই ভেবে যে আমি মৃত্যুময়ী একজন যাত্রী...
কিন্তু এ মানুষ গুলো কে যে আমি নিজের চেয়েও বেশী ভালবাসি...সত্যি বলতে তাদের ভালবাসা উপেক্ষা করার মত ক্ষমতা আমার মাঝে নেই। আমার আছে বলতে কিছুই নেই, এই বাবা - মা ছাড়া। এই দুই জন মানুষ-ই আমার সব।
আমার বাবা-মা কখনই আমাকে তাদের অতিরিক্ত ভালবাসা উপল্পধি করতে দেয়নি কিন্তু যাবার কালে কেন এই পিছুটান...??? কেনো এতো ভালবাসা...??? আমি তো সব সময়ই চাইতাম তারা তাদের ভালবাসা প্রকাশ করুক কিন্তু...।।
আজ আমি দেখছি আমাকে সবাই কতটা ভালোবাসে,কতোটা কাছে টানছে...।। কৈ সময় থাকতে তো কেউ এভাবে কাছে ডাকে নি, কাছে রাখে নি...।। তবে শেষ বেলায় কেন...??
অবাকময়ী হয়ে তাদের এ টান আমি আমার চোখের জলে আরাল করতে চাইলেও পারছি না।
আচ্ছা,আমি না কাঁদতে পারতাম না...!!
তবে আজ এতো কেন কান্না পাচ্ছে আমার...???

এই ভোরের আলো, এই সূর্যোদয় আমি হয়তো আর দেখতে পারবোনা... তবে কি এই আমার শেষ...???
জানি এই ভোরের মায়া আমাকে আর খুঁজে পাবেনা তবে আমায় অনেক মিস করবে...।
কারন আমিতো নিশাচর রাতের শেষে ঘুমন্ত ভোরের সঙ্গী হয়ে ওদের সঙ্গতা দিতাম,
নীরবে বসে পাখি দের গান শুনতাম, চাঁদের সাথে কথা বলতাম। সব চেয়ে বেশি এরাই আমাকে মিস করবে আমাকে না পেয়ে।
আর পারবো না, তাই ওদের কে খুব "SORRY" বলতে ইচ্ছে করছে।
থাক, ওড়া অন্তত না জানুক আমি যে ওদের ছেড়ে চিরদিনের মতো বিদায় নিচ্ছি...

বন্ধুদের নিয়ে কিছুই বলার নেই কারন আমি জানি, ওদের জন্য সর্বদাই আমি সাময়িক । তাই মৃত্যুর পর সাময়িক ভাবে কয়েক দিন মনে রাখবে তার পর ভুলে যাবে।
কখনো কারো ভালোলাগা হতে পারি নি, কারো মনে এতো টুকু জায়গা করে নিতে পারিনি। তাই আমাকে মনে রাখার মতোও কিছু নেই।

"মাঝে মাঝে হয়তো মনে পড়বে আমায়,
কারো কোনো চোখের জলে,
শিক্তো হৃদয়ে দেখা দিবো আমি জলন্তো প্রতিচ্ছবি হয়ে,
তাই যাচ্ছি চলে বিদায় দাও মোরে...।।"


<বিঃদ্রঃ মৃত্যুময়ী কল্পনা আমার। শুধুই কল্পনা নয়...>