মানুষের ঠিকানা

মাঝে মাঝে আকাশটাকে খুব কাছে মনে হয়। মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যায় নীল আকাশের এই সীমানা টাকে। যখন খুশী ইচ্ছে মত হারিয়ে যাওয়া যায় সাথে নিয়ে রঙ বেরঙের স্বপ্ন গুলোকে। মাঝে মাঝে আকাশ টাকে খুব কাছে টেনে নিতে ইচ্ছে হয়। হৃদয়ের সব জমাট বাঁধা স্বপ্ন গুলোকে আকাশের সাথে মিশিয়ে দিয়ে  হারিয়ে যেতে ইচ্ছে হয় আকাশেরই ঐ নীল অজানার পানে। আচমকা এক ঝড়ো হাওয়া এসে আমায় উপলব্ধি করতে বাধ্য করে আকাশের বসবাস অস্পৃশ্যতার এক আবাহনে।
আর মানুষের ঠিকানা...??? সে তো শুধু এই মর্ত্যেই। আমিও তো মানুষ তাই না...???