অসমাপ্ত গল্প

ভেবেছিলাম একটা গল্প লিখব জীবনের নানান চড়াই উতরাই নিয়ে। নানা ঘটনা-দুর্ঘটনা পার হয়ে আজ জীবনের যে মোড়ে এসে দাঁড়িয়েছি সে সব নিয়ে একটা গল্প লিখব। লেখাটা শুরুও করেছিলাম একসময়। কিছু দূর লেখার পর বুঝতে পারলাম কেমন যেন খেই হারিয়ে ফেলেছি, লেখাটা আর এগুচ্ছে না, মনের অব্যক্ত অনুভূতি গুলো কেমন যেন দুমড়ে- মুচড়ে, চুপসে গেছে। বারে বারে শুধু মনে হচ্ছে কি হবে গল্পটা লিখে...??? কে পড়বে আমার এ ছাঁইপাশ জীবনের গল্প, শিশুতোষ গল্প...??? মুল্যহীন মানুষের গল্প...??
জীবন পথের নানান মোড়ের, নানান বাঁকের ঘটে যাওয়া টুকরো টুকরো ঘটনা গুলো লিখতে চেয়েছিলাম গল্পের মত করে, একদিন এক খেই হারানো সুরের মত লেখার গতিটাও হঠাৎ কেমন যেন থেমে গেল, অসমাপ্ত গল্পটা তাই আর শেষ করা হলো না।।