মুক্তি চাই

বড্ড  উথাল-পাথাল করছে মনটা। কেন জানি অন্তর চক্ষু দিয়া আর কিছুই দেখতে পারছি না। এমন হলে কেমনে হবে...??? মন টাকে যে আটকিয়ে রাখতে হবে। ভাল্লাগেনা ব্যাধি তে পেয়ে বসলে  আমি তো ধ্বংস হয়ে যাবো ।

-কি চাচ্ছে আমার মন?

মন চাচ্ছে হারিয়ে যেতে, বহু দূরে । ঐ যে সমুদ্র, সমুদ্রের দেশে সেখানে যেতে চাই।  পাহাড়ের সাথে আত্মার হাহাকারের মিল খুজতে মন চাচ্ছে । সমুদ্রের স্রোতের সাথে ভেসে যাইতে মন চাচ্ছে আর যখন ঐ দেশে মেঘটি বৃষ্টি নামাবে আমিও কাঁদবো। অনেক কাঁদবো, চিল্লিয়ে কাঁদবো। এমনি লুকিয়ে লুকিয়ে কাঁদতে পারবোনা সেখানে । চিল্লিয়ে কাঁদবো । যে ভাবে পাথরের উপর স্রোত আঁছড়ে পড়ে পাথরো ভিজে যায়,আমিও ভিজে যাবো। আর ঐ যে সূর্য , সে যখন অস্ত যাবেে, সেখানে নাকি রূপকথা নেমে আসে। কতোদিন ধরে রূপকথা শুনি না ...???   ভাঙ্গা নায়ের ভাঙ্গা তরী লইয়া আমি যাবো সেখানে। আমি বড় ক্লান্ত, ভাল্লাগেনা ব্যাধি ধরা আমি আর মিছে মানুষদের দুর্বিনীত চেহারার মাঝে থাকতে পারছি না । আমার মুক্তি চাই পৃথিবীর বুক থেকে...।।