কল্পনাময়ী আমি

কখনও কখনও নিজেকে আকাশের মত মনে হয়। হৃদয়টাকে মনে হয় আকাশের মত বিশাল। বিশাল ঐ হৃদয় নিয়ে জাগতের না পাওয়ার বেদনা মাড়িয়ে ভাবি শুধু পারতাম যদি করতে জয়, জাগতের সব না পাওয়ার বেদনা। কখনও কখনও নিজেকে সাগরের মত বড় মনে হয়। সাগরের বিশালতার মত নিজেকে বিশাল ভাবি। যত ঝড়-ঝঞ্চা আসুক, সাগরের ঢেউ এর মত সব কিছুকে ভাসিয়ে দিতে পারব বলে বিশ্বাস করি। আচমকা এক দমকা হাওয়া এসে আমার সেই বিশ্বাসের ভিত গুলো নাড়িয়ে দেয়। কল্পনার রাজ্যে বসে আকাশ আর সাগরের মত ভাবনা গুলো নিমেষেই বাস্তবতার আঘাতে জর্জরিত হয়ে যায়। জীবনের কঠিন বাস্তবতা তখনই আঘাত করে রেখে যায়। মনের মাঝে সত্যের কঠিন পরশ বুঝতে পারি সাগর ও আকাশের মত বিশাল আমি নই।
যা কিছু ভাবি, সবই আমার কল্পনা। কল্পনার রাজ্যে বসবাস, কল্পনাময়ী আমি...।।