সপ্নের কবিতা

জীবনে সপ্নের শেষ নেই, সপ্ন সপ্নের মতো দেখতেই থাকে। থামতে বললেও থামে না। আমি একটি কবিতার স্বপ্ন দেখেছিলাম। যে কবিতায় থাকবেনা কোন কষ্ট গাঁথা, রইবেনা কোন স্বজন হারানোর অব্যক্ত ব্যাথা, যার পরতে পরতে রইবেনা কোন কান্নার সুর। যে সুরের টানে জীবনে আসে দুখের সমুদ্রর।
আমি এমন একটি কবিতার স্বপ্ন দেখেছিলাম-যে কবিতায় থাকবে শুধু জীবনেরই জয়গান, পরতে পরতে রইবে শুধু স্বপ্নীল আহবান, যে স্বপ্নের মায়া জালে পড়ে উড়ে যায় সব জরা, রংধনুরই বর্ণিলতায় মুছে যায় যত ক্ষরা। স্বপ্নের সে কবিতা আজও আমার লেখা হয়ে ওঠেনি। ঝড়ের তোড়ে উড়ে যাওয়া সময়ে পাইনি সুখের দেখা। কষ্টের যত রঙ আছে তা কবিতায় আসে ফিরে কভু পাইনি দেখা সেই কবিতার, যা ভাসাবে আমায় সুখের সাগরে।।