আচ্ছা আমাদের অনুভুতী গুলো এমন কেন...??? আমাদের বলবো নাকি আমার বলবো বুঝতেছি না। আমার-ই বলি কারণ অনুভুতী গুলো শুধুই আমার। মাঝে মাঝে খুব যন্ত্র মানব হতে ইচ্ছে করে কাজের মধ্যে ডুবে থেকে। মানবীয় অনুভূতি গুলো থেকে মুক্তি পেতে ইচ্ছে করে। শুধু ভেবে যাই কাজের মাঝে ব্যস্ত হয়ে হয়তোবা জীবনের সকল দুঃখ ভুলে থাকা যায়। আমি তাই এখন প্রচন্ড ব্যস্ততা চাই ব্যস্ততার মাঝে ডুবে থেকে নিজেকে একটা যন্ত্র মানব রূপে দেখতে চাই মানবিক সব অনুভূতিকে পেছনে ফেলে সমস্ত আবেগকে কবর দিয়ে শুধু ব্যস্ত সময়ের পেছনেই ছুটতে চাই।।
Post a Comment