অচেনা পথের পথিক

আমার আমি সে এক অচেনা গল্প। কোথায় চলছি আজ কোন পথে জানিনা। কত ব্যস্ততা শত কিছু, কত রং বদলানো ক্ষণ। কত মানুষের ভীড়, কত মুখ কত চেনা, কত আপন। কত প্রান্তরে ছুটে চলি কত পথ পেরিয়ে যাই, কত সাগর পেরিয়ে ভাসি স্রোতে। আশা নিরাশার কত গল্প শুনি। চোখ ধাঁধাঁনো কত স্বপ্ন, কত ভ্রম মধূময় পূর্ণিমা, কত চেনা স্মৃতি। কত নীল কত আধাঁর কত শত ভুল। দিক দিগন্ত কত ছুটা কত মানুষের ভীড়, কত মুখ খুজেঁ ফিরি তবুও দেখিনা কোন পথে কোথায় আছ আমি, জানিনা...।।