আজ স্বপ্ন গুলোকে জড়ো করে তুলে দেবো সেই ভেলায় যে ভেলাটি যাবে ভেসে গোধুলী বেলার সমুদ্রের মোহনায়।
কাল থেকে আমার চোখে আর ভাসবে না কোনো স্বপ্ন। স্বপ্ন ভাঙ্গার যন্ত্রণায় আর কাটবেনা কোনো লগ্ন। সদ্য ফোঁটা ফুলের মত হোক শুরু এক নতুন প্রহর সেই আশারই ভেলায় করে দেবো পাড়ি সমুদ্রের সুনীল প্রান্তর।। ফিরবো না আর সে প্রান্ত থেকে।
কাল থেকে আমার চোখে আর ভাসবে না কোনো স্বপ্ন। স্বপ্ন ভাঙ্গার যন্ত্রণায় আর কাটবেনা কোনো লগ্ন। সদ্য ফোঁটা ফুলের মত হোক শুরু এক নতুন প্রহর সেই আশারই ভেলায় করে দেবো পাড়ি সমুদ্রের সুনীল প্রান্তর।। ফিরবো না আর সে প্রান্ত থেকে।
Post a Comment