জীবনে অনেক কিছুই ঘটে। জীবনের রুপ রেখা নানা ভাবে পরিবর্তন হয়।
"একের পর এক কথার ফুলঝুড়িতে যে ছেলেটা সবাইকে মাতিয়ে রাখতো সারাদিন, হুট করে একদিন সেই ছেলেটা কেন চুপচাপ হয়ে গেলো - ভুলেও তাকে এই প্রশ্ন করতে যেও না কখনো। তার কাছে তোমার প্রশ্নের কোন উত্তর নেই !!
হাসিখুশি মুখটার দিকে খুব মনোযোগ দিয়ে তাকালে যদি তার চোখের ভেতর বিষণ্ণতা দেখতে পাও, প্লিজ খোঁচাখুঁচি করতে যেও না । তার লুকিয়ে রাখা বিষণ্ণতার গল্পের কোন ভাষা নেই ।।
কোন কোন কষ্ট তোমাকে ঝরঝর করে কাঁদাবে ... কোন কোন কষ্ট তোমাকে ভয়াবহ রকমের চুপচাপ বানিয়ে ফেলবে ... কোন কোন কষ্ট তোমাকে অভিনয় করতে শেখাবে ... কোন কোন কষ্ট তোমার ভেতরটাকে খুব যত্ন করে পাথর বানিয়ে দিবে ।।
এই কষ্ট গুলোকে তুমি ব্যাখ্যা করতে পারবে না । তোমার ভেতরটা পুড়তে থাকবে, তোমার গলার ভেতর একটা চিৎকার আটকে থাকবে । কিন্তু তুমি কিছু বলতে পারবে না , কোন প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না ।।
জমাট বাঁধা কষ্ট গুলো খুব গোপনে মানুষ কে এলোমেলো করে দেয় । এলোমেলো মানুষ গুলো সবকিছু শুধুই টের পায়, কিছু বলতে পারে না ।।
কষ্ট নামের অনুভূতিটাকে শব্দ দিয়ে প্রকাশ করা যায় না ।। কষ্টের গল্পটা লেখা থাকে শব্দহীন চিৎকারের ভেতর, কিংবা নরম গালের উপর চোখের পানির স্বচ্ছ অক্ষরে ।।"
"একের পর এক কথার ফুলঝুড়িতে যে ছেলেটা সবাইকে মাতিয়ে রাখতো সারাদিন, হুট করে একদিন সেই ছেলেটা কেন চুপচাপ হয়ে গেলো - ভুলেও তাকে এই প্রশ্ন করতে যেও না কখনো। তার কাছে তোমার প্রশ্নের কোন উত্তর নেই !!
হাসিখুশি মুখটার দিকে খুব মনোযোগ দিয়ে তাকালে যদি তার চোখের ভেতর বিষণ্ণতা দেখতে পাও, প্লিজ খোঁচাখুঁচি করতে যেও না । তার লুকিয়ে রাখা বিষণ্ণতার গল্পের কোন ভাষা নেই ।।
কোন কোন কষ্ট তোমাকে ঝরঝর করে কাঁদাবে ... কোন কোন কষ্ট তোমাকে ভয়াবহ রকমের চুপচাপ বানিয়ে ফেলবে ... কোন কোন কষ্ট তোমাকে অভিনয় করতে শেখাবে ... কোন কোন কষ্ট তোমার ভেতরটাকে খুব যত্ন করে পাথর বানিয়ে দিবে ।।
এই কষ্ট গুলোকে তুমি ব্যাখ্যা করতে পারবে না । তোমার ভেতরটা পুড়তে থাকবে, তোমার গলার ভেতর একটা চিৎকার আটকে থাকবে । কিন্তু তুমি কিছু বলতে পারবে না , কোন প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না ।।
জমাট বাঁধা কষ্ট গুলো খুব গোপনে মানুষ কে এলোমেলো করে দেয় । এলোমেলো মানুষ গুলো সবকিছু শুধুই টের পায়, কিছু বলতে পারে না ।।
কষ্ট নামের অনুভূতিটাকে শব্দ দিয়ে প্রকাশ করা যায় না ।। কষ্টের গল্পটা লেখা থাকে শব্দহীন চিৎকারের ভেতর, কিংবা নরম গালের উপর চোখের পানির স্বচ্ছ অক্ষরে ।।"
Post a Comment