"মাঝে মাঝে আমার হারিয়ে যেতে ইচ্ছে করে।এমন একটা জায়গায় গিয়ে একদম ঘাপটি মেরে চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে, যেইখানে কেউ এসে জিজ্ঞেস করবে নাঃ
"কী হইছে ??"
কেউ Care- করলে খুব ভালো লাগে। তবে কখনো কখনো Care-ও সহ্য হয় না। প্রশ্ন শুনতে ইচ্ছে হয় না, উত্তর দিতে ইচ্ছে হয় না । কেমন যেন লাগে, কেমনই যেন...
আমি হারিয়ে যেতে চাই। এমন একটা জায়গায় হারিয়ে যেতে চাই, যেখানে কোন শব্দ থাকবে না । আমার মন খারাপ করা চেহারার দিকে কপাল কুচকিয়ে তাকিয়ে কেউ কিছু সন্দেহ করবে না । কেউ হুদাই এসে ডায়ালগ মারবে নাঃ
"আরেহ, ঠিক হয়ে যাবে"
"ঠিক হয়ে যাবে" - একটা বিচ্ছিরি রকমের সান্ত্বনা । "Every Time" যার সাথে এরকম হইতেছে, তার জন্য "ঠিক হয়ে যাবে" বলে কিছু নাই দুনিয়ায় ।
দুনিয়ায় এমন কোন জায়গা আসলে নাই । কোন নির্জন দ্বীপ নাই, বিচ্ছিরি সব শহরে দুনিয়া ভরা। সেইসব শহরে মানুষ আর মানুষ শুধু । বাস্তব জগতে মানুষ, ভার্চুয়াল জগতে মানুষ !!
আমার একটা জনমানব শূন্য দ্বীপ দরকার। অনেক গাছ দিয়ে ঘেরা একটা বন দরকার । এমন একটা নদীর তীর দরকার যেইখানে বাতাসের শো শো শব্দ ছাড়া আর কোন শব্দ নাই। আকাশ থেকে সূর্যটা টুপ করে নদীর ভেতর ডুবে যাবে । আমি মুগ্ধ হয়ে দেখবো ...
আমার একটা সবুজ ঘাস দিয়ে সাজানো মাঠ দরকার , সেই মাঠে শুয়ে আমি পরম শান্তিতে চোখ বুজবো। যখন চোখ মেলবো, আমার চোখের সামনে হাজার হাজার তারা জ্বলজ্বল করবে। আমি সেই তারাদের মাঝে হারিয়ে যাবো ।
আমার একটা চুপচাপ জগত দরকার, যেই জগতে আমি হারিয়ে যাবো । ঘন্টাখানেক চুপ করে বসে থাকবো, খুব বেশি দরকার হলে, একা একা কথা বলবো । আমিই বলবো, আমিই শুনবো ... আর কেউ না ... আর কাউকে দরকার নাই ।
ঘুড়ি হয়ে সব সময় উড়তে ইচ্ছা করে না । মাঝে মাঝে সুতো ছিঁড়ে দূরে কোথাও পড়ে থাকতে ইচ্ছা হয় । এমন একটা জায়গায়, যেখানে ঘুড়িটাকে কেউ খুঁজে পাবে না...।।
"কী হইছে ??"
কেউ Care- করলে খুব ভালো লাগে। তবে কখনো কখনো Care-ও সহ্য হয় না। প্রশ্ন শুনতে ইচ্ছে হয় না, উত্তর দিতে ইচ্ছে হয় না । কেমন যেন লাগে, কেমনই যেন...
আমি হারিয়ে যেতে চাই। এমন একটা জায়গায় হারিয়ে যেতে চাই, যেখানে কোন শব্দ থাকবে না । আমার মন খারাপ করা চেহারার দিকে কপাল কুচকিয়ে তাকিয়ে কেউ কিছু সন্দেহ করবে না । কেউ হুদাই এসে ডায়ালগ মারবে নাঃ
"আরেহ, ঠিক হয়ে যাবে"
"ঠিক হয়ে যাবে" - একটা বিচ্ছিরি রকমের সান্ত্বনা । "Every Time" যার সাথে এরকম হইতেছে, তার জন্য "ঠিক হয়ে যাবে" বলে কিছু নাই দুনিয়ায় ।
দুনিয়ায় এমন কোন জায়গা আসলে নাই । কোন নির্জন দ্বীপ নাই, বিচ্ছিরি সব শহরে দুনিয়া ভরা। সেইসব শহরে মানুষ আর মানুষ শুধু । বাস্তব জগতে মানুষ, ভার্চুয়াল জগতে মানুষ !!
আমার একটা জনমানব শূন্য দ্বীপ দরকার। অনেক গাছ দিয়ে ঘেরা একটা বন দরকার । এমন একটা নদীর তীর দরকার যেইখানে বাতাসের শো শো শব্দ ছাড়া আর কোন শব্দ নাই। আকাশ থেকে সূর্যটা টুপ করে নদীর ভেতর ডুবে যাবে । আমি মুগ্ধ হয়ে দেখবো ...
আমার একটা সবুজ ঘাস দিয়ে সাজানো মাঠ দরকার , সেই মাঠে শুয়ে আমি পরম শান্তিতে চোখ বুজবো। যখন চোখ মেলবো, আমার চোখের সামনে হাজার হাজার তারা জ্বলজ্বল করবে। আমি সেই তারাদের মাঝে হারিয়ে যাবো ।
আমার একটা চুপচাপ জগত দরকার, যেই জগতে আমি হারিয়ে যাবো । ঘন্টাখানেক চুপ করে বসে থাকবো, খুব বেশি দরকার হলে, একা একা কথা বলবো । আমিই বলবো, আমিই শুনবো ... আর কেউ না ... আর কাউকে দরকার নাই ।
ঘুড়ি হয়ে সব সময় উড়তে ইচ্ছা করে না । মাঝে মাঝে সুতো ছিঁড়ে দূরে কোথাও পড়ে থাকতে ইচ্ছা হয় । এমন একটা জায়গায়, যেখানে ঘুড়িটাকে কেউ খুঁজে পাবে না...।।
Post a Comment