নিঃখোঁজ আমি

"মাঝে মাঝে আমার হারিয়ে যেতে ইচ্ছে করে।এমন একটা জায়গায় গিয়ে একদম ঘাপটি মেরে চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে, যেইখানে কেউ এসে জিজ্ঞেস করবে নাঃ
"কী হইছে ??"
কেউ Care- করলে খুব ভালো লাগে। তবে কখনো কখনো Care-ও সহ্য হয় না। প্রশ্ন শুনতে ইচ্ছে হয় না, উত্তর দিতে ইচ্ছে হয় না । কেমন যেন লাগে, কেমনই যেন...
আমি হারিয়ে যেতে চাই। এমন একটা জায়গায় হারিয়ে যেতে চাই, যেখানে কোন শব্দ থাকবে না । আমার মন খারাপ করা চেহারার দিকে কপাল কুচকিয়ে তাকিয়ে কেউ কিছু সন্দেহ করবে না । কেউ হুদাই এসে ডায়ালগ মারবে নাঃ
"আরেহ,  ঠিক হয়ে যাবে"
"ঠিক হয়ে যাবে" - একটা বিচ্ছিরি রকমের সান্ত্বনা । "Every Time" যার সাথে এরকম হইতেছে, তার জন্য "ঠিক হয়ে যাবে" বলে কিছু নাই দুনিয়ায় ।
দুনিয়ায় এমন কোন জায়গা আসলে নাই । কোন নির্জন দ্বীপ নাই, বিচ্ছিরি সব শহরে দুনিয়া ভরা। সেইসব শহরে মানুষ আর মানুষ শুধু । বাস্তব জগতে মানুষ, ভার্চুয়াল জগতে মানুষ !!

আমার একটা জনমানব শূন্য দ্বীপ দরকার। অনেক গাছ দিয়ে ঘেরা একটা বন দরকার । এমন একটা নদীর তীর দরকার যেইখানে বাতাসের শো শো শব্দ ছাড়া আর কোন শব্দ নাই। আকাশ থেকে সূর্যটা টুপ করে নদীর ভেতর ডুবে যাবে । আমি মুগ্ধ হয়ে দেখবো ...

আমার একটা সবুজ ঘাস দিয়ে সাজানো মাঠ দরকার , সেই মাঠে শুয়ে আমি পরম শান্তিতে চোখ বুজবো। যখন চোখ মেলবো, আমার চোখের সামনে হাজার হাজার তারা জ্বলজ্বল করবে। আমি সেই তারাদের মাঝে হারিয়ে যাবো ।
আমার একটা চুপচাপ জগত দরকার, যেই জগতে আমি হারিয়ে যাবো । ঘন্টাখানেক চুপ করে বসে থাকবো, খুব বেশি দরকার হলে, একা একা কথা বলবো । আমিই বলবো, আমিই শুনবো ... আর কেউ না ... আর কাউকে দরকার নাই ।
ঘুড়ি হয়ে সব সময় উড়তে ইচ্ছা করে না । মাঝে মাঝে সুতো ছিঁড়ে দূরে কোথাও পড়ে থাকতে ইচ্ছা হয় । এমন একটা জায়গায়, যেখানে ঘুড়িটাকে কেউ খুঁজে পাবে না...।।