জীবনে কিছু কিছু জিনিস খুব বেশি দরকার, খুব বেশি প্রয়োজনীয়।
বেশি কিছু না- Life-এ একটা Mind Leader- লাগে, যাকে কিছু বলা লাগবে না। তুমি অভিনয় করে হাসতে থাকলেও যে ঠিকই বুঝে ফেলবে তুমি ভালো নেই , যার কাছে Sympathy- চাইতে হবে না .. চোখের দিকে তাকিয়েই যে খুব যত্ন করে তোমার মাথায় হাত রাখবে।
সব সময় মুখ ফুটে সব বলতে ইচ্ছে হয় না । চোখে ঘুম থাকলেও মাঝে মাঝে চোখ বুজতে ইচ্ছে হয় না । ইচ্ছে গুলো বড্ড অবাধ্য । অবাধ্য ইচ্ছে গুলোকে পোষ মানাতে পারে, এমন কাউকে ভীষণ দরকার জীবনে ।
এমন একটা মানুষ দরকার, যে মানুষটা ইশারা দিলেই তার প্রতিবাদে তোমার বুকের ভেতরে ইচ্ছে গুলো অশান্ত থেকে শান্ত হয়ে যাবে, চুপটি করে বসে থাকবে। ভেতরে ভেতরে সামান্য একটু যন্তনার আগুন জ্বলে উঠলেই মানুষটা তোমায় ছুঁয়ে দিবে, এক অদ্ভূত শীতলতায় তুমি শান্ত হয়ে যাবে ।
পৃথিবীর এক প্রান্তে হয়তো তুমি জ্বলে যাচ্ছো নিরন্তর, অন্য প্রান্তে হয়তো কোন একটা মানুষ একরাশ শীতলতা নিয়ে চুপ করে বসে আছে। দুজন দুজনার থেকে দূরে অথচ দুজনেরই দুজনকে ভীষণ দরকার ।
নিষ্ঠুর পৃথিবী কারো "দরকার" বুঝে না । যদি বুঝতো, তাহলে সে অতটা বড় হতো না । অনেকটা ছোট হয়ে সে দুই প্রান্তের দুটো মানুষ কে মিলিয়ে দিতো, মিলে যেতো দুজন।
বেশি কিছু না- Life-এ একটা Mind Leader- লাগে, যাকে কিছু বলা লাগবে না। তুমি অভিনয় করে হাসতে থাকলেও যে ঠিকই বুঝে ফেলবে তুমি ভালো নেই , যার কাছে Sympathy- চাইতে হবে না .. চোখের দিকে তাকিয়েই যে খুব যত্ন করে তোমার মাথায় হাত রাখবে।
সব সময় মুখ ফুটে সব বলতে ইচ্ছে হয় না । চোখে ঘুম থাকলেও মাঝে মাঝে চোখ বুজতে ইচ্ছে হয় না । ইচ্ছে গুলো বড্ড অবাধ্য । অবাধ্য ইচ্ছে গুলোকে পোষ মানাতে পারে, এমন কাউকে ভীষণ দরকার জীবনে ।
এমন একটা মানুষ দরকার, যে মানুষটা ইশারা দিলেই তার প্রতিবাদে তোমার বুকের ভেতরে ইচ্ছে গুলো অশান্ত থেকে শান্ত হয়ে যাবে, চুপটি করে বসে থাকবে। ভেতরে ভেতরে সামান্য একটু যন্তনার আগুন জ্বলে উঠলেই মানুষটা তোমায় ছুঁয়ে দিবে, এক অদ্ভূত শীতলতায় তুমি শান্ত হয়ে যাবে ।
পৃথিবীর এক প্রান্তে হয়তো তুমি জ্বলে যাচ্ছো নিরন্তর, অন্য প্রান্তে হয়তো কোন একটা মানুষ একরাশ শীতলতা নিয়ে চুপ করে বসে আছে। দুজন দুজনার থেকে দূরে অথচ দুজনেরই দুজনকে ভীষণ দরকার ।
নিষ্ঠুর পৃথিবী কারো "দরকার" বুঝে না । যদি বুঝতো, তাহলে সে অতটা বড় হতো না । অনেকটা ছোট হয়ে সে দুই প্রান্তের দুটো মানুষ কে মিলিয়ে দিতো, মিলে যেতো দুজন।
Post a Comment