পাথর হৃদয়

ছোট কোন কিছুই ছোট নয় কারন ছোট সব কিছুই বড় কিছুর সৃষ্টি করে। ছোট ছোট কষ্ট গুলোই সব চেয়ে বেশি কষ্ট  দেয়, বেশি কাঁদায়।
কষ্ট পেলে কোন সমস্যা নেই। কষ্টে বুকের ভেতরের অনুভূতি গুলো বরফ হয়ে যায়। তারপর গভীর রাতে সেই বরফ গলে টপ টপ করে গাল বেয়ে পানি পড়ে। শত সহস্র ফোঁটায় ফোঁটায় একদিন পুরো বরফটা গলে যায়। বুকের ভেতর আর কিছু আটকে থাকে না।
রাগ হলে কোন সমস্যা নেই। রাগ বেশিক্ষণ থাকে না । কিছুক্ষণ চিৎকার করলেই কমে যায়। ঝগড়া করলেও কমে যায় ।না হয় দুটো জিনিস ভাংচুরই করতে হয়, রাগের আগুন বেশিক্ষণ জ্বলে না ...।। নিভে যায়...।।

অনুভূতিহীন হয়ে গেলেই সমস্যা, পাথর হয়ে গেলেই সমস্যা। কষ্টের বরফ গলে যায়, দুঃখের মেঘ ঝরে বৃষ্টি নামে, রাগের আগুন নিভে ফাগুন আসে কিন্তু হৃদয়টা পাথর হয়ে গেলে সেই পাথরকে কিছু করা যায় না। পাথর গলে না, পাথর ভাঙলেও টুকরো টুকরো পাথরই হয়। একবার যে হৃদয় পাথর হয়ে গেছে, তাকে আর আগের অবস্থায় ফেরানো যায় না।
কষ্ট দিতে দিতে, যন্ত্রণা দিতে দিতে ভুলেও কারো বুকের ভেতরটাকে পাথর বানিয়ে দিও না। তোমার বানিয়ে দেওয়া পাথর হয়তোবা একদিন তোমাকেই আঘাত করবে। অন্য কোন সময়ে, অন্য কোন ভাবে ... হয়তো ...।।