পথের ঠিকানা

আমি এক পথহারা পথিক, জীবন পথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক। ছুটতে ছুটতে আজ হঠাৎ করে এসে পড়েছি এক অচিনপুরে লোকালয় ছেড়ে অনেক দূরে। অজানা পথে হাটছি দিক বিদিক। জোছনা রাতের তারকারাজি শুধু আমায় পথ দেখায়, ঝিকিমিকি তারার আলোয় মনটা শুধু হারিয়ে যায়। তারা গুলোও আজ নেই আকাশে, থমকে আছি তাই পথের বাকে। আজ আকাশে তারা গুলো নেই। নেই জোছনায় তারার খেলা। রূপালী আলোয় আকাশটা আর ছড়ায়না আর রঙের মেলা। আচমকা এক হঠাৎ ঝড়ে পথটা যে আজ বড়ই অচেনা, দিকহারা এক পথিক আমি খুঁজে ফিরি তাই পথের ঠিকানা।।