স্বার্থপর হতে চাই

পৃথিবীতে "নিজে ভালো" থাকতে চাইলে "স্বার্থপর" হয়ে যাও। আর "মানুষের কাছে ভালো হয়ে" থাকতে চাইলে "নিঃস্বার্থ" হও।
নিঃস্বার্থ হয়ে জগতের কাছে "ভালো" থাকা যায় কিন্তু নিজে ভালো থাকা যায় না। হয়তো সবাই তোমার প্রশংসা করে বলবে, "তুমি ভালো"।তুমি সবার জন্য Sacrifice- করে যাবে, সবার মুখে হাসি ফুটিয়ে যাবে, সবার দুঃখে পাশে থাকবে। কিন্তু দিন শেষে, যে যার মত সুখ খুঁজে নিবে, একা তুমিই পড়ে থাকবে। কারণ তুমি "নিঃস্বার্থ"।
"স্বার্থপর" মানুষই তাই ভালো থাকে। জগৎ তাকে "ভালো" বলে না, তাতে তার কিছু যায় আসে না। সে সুখেই থাকে, ঘুরে ঘুরে সে একজন "নিঃস্বার্থ" মানুষের দেখা পায় তার কাছ থেকে সে "সুখ" কুড়ায়। তারপর চলে যায় অন্য কারো কাছে সুখের সন্ধানে ... তার সুখ কুড়ানো চলতে থাকে।
"স্বার্থপর" মানুষ গুলোকে রাগ করে "ধুরন্ধর" বলে ডাকা হয়। "নিঃস্বার্থ" মানুষ গুলোকে আদর করে "বোকা" বলে ডাকা হয়।
পৃথিবীর সব "কষ্ট", "শূন্যতা" আর "একাকীত্ব" নামের অনুভূতি গুলো বোকাদের জন্যই বরাদ্দ। বোকারা এগুলো প্রথমে নিতে চায় না, তাও এগুলো তাদের জোর করে গছিয়ে দেয়া হয়। এগুলোই তাদের উপহার, "নিঃস্বার্থ" হওয়ার উপহার। উপহার ফেরত দিতে হয় না, উপহার ফেরত দেয়া যায় না।
সব ফেরত দিয়ে এখন স্বার্থপর হতে চাই। জানতে ইচ্ছা করে স্বার্থের মাঝে কি আছে...।।