অনেক কস্ট হচ্ছে আমার। একি...!! কি বলছি এসব ? সপ্নহীন মানুষের আবার কস্ট হয় নাকি...?? হঠাৎ করেই চারিপাশ এতো নিরব কেনো লাগছে ..??
এতই নিরব যে একটা পিন এর আওায়াজও আমার কানে এসে লাগলে আমার মাথা টা ছিরে যাচ্ছে এমনটা মনে হচ্ছে।দেয়ালে কি ঘড়ি আছে..? ? তাহলে ঘরির কাঁটার শব্দ শুনছি আমি এতো জোরে জোরে..?? না..!! আমার নিঃশ্বাসের শব্দ.. !! আরে নিশ্বাসের শব্দ কিভাবে শুনবো...?? আমি কি বেঁচে আছি..? ? আওায়াজ টা অনেক বেশী কষ্ট দিচ্ছে।
আমার চোখ দিয়ে রক্ত বইছে, কাঁদতে পারছিনা আমি। কেনো এমন হয়..?? সপ্নহীন হয়েও সপ্নহীন টাকে গুছিয়ে নিয়েছিলাম আমি। কিন্তু সে সপ্নহীনটাও আজ বড় অচেনা লাগছে...!! নিজেকে চিনতে পারছিনা আমি। অশ্মরীর কান্না দেখেছো কখনো...?? কখনো কোন সপ্নহীন বালকের হাহাকার শুনেছো কান পেতে...?? পারবেনা শুনতে... সে ক্ষমতা তোমাদের নেই......।।
আমি কোনো অনুভুতি পাচ্ছিনা কেনো আজ। এতদিন তবু অনুভুতি ছিলো । তাহলে কি অনুভুতি শুন্য হয়ে গেলাম...?? এ জন্যই কি অচেনা লাগছে সব কিছু...?? সব কিছু ঘোলাটে লাগছে। সপ্নহীনতার কষ্ট টা অনেক বেশী তীক্ষ্ণ।
একটা তীক্ষ্ণ সুই এর মত করে মাথার মধ্যে কিছু একটা খুব বেশী কষ্ট দিচ্ছে। কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু কোনো অনুভুতি হচ্ছেনা। এ আবার কোন রুপ..??? সব কিছু ঘোলাটে হয়ে যাচ্ছে... চোখ ঝাপসা হয়ে আসছে...।
কষ্ট পাচ্ছি শুধু একটি তীক্ষ্ণ সুইয়ের মত শব্দ খুব বাজে ভাবে মাথায় আক্রমন করছে। কানে হাত দিয়েও আওয়াজ টা থামাতে পারছিনা অথচ প্রথমেই বলেছি আমার রাজ্যটা আজ অনেক নীরব। শুধু এই আওয়াজ টা থেমে গেলেই হয়তো শান্তি না থাকলেও চোখটা বুঝতে পারতাম আর মুক্তি মিলতো আমার। চির মুক্তি ...
এতই নিরব যে একটা পিন এর আওায়াজও আমার কানে এসে লাগলে আমার মাথা টা ছিরে যাচ্ছে এমনটা মনে হচ্ছে।দেয়ালে কি ঘড়ি আছে..? ? তাহলে ঘরির কাঁটার শব্দ শুনছি আমি এতো জোরে জোরে..?? না..!! আমার নিঃশ্বাসের শব্দ.. !! আরে নিশ্বাসের শব্দ কিভাবে শুনবো...?? আমি কি বেঁচে আছি..? ? আওায়াজ টা অনেক বেশী কষ্ট দিচ্ছে।
আমার চোখ দিয়ে রক্ত বইছে, কাঁদতে পারছিনা আমি। কেনো এমন হয়..?? সপ্নহীন হয়েও সপ্নহীন টাকে গুছিয়ে নিয়েছিলাম আমি। কিন্তু সে সপ্নহীনটাও আজ বড় অচেনা লাগছে...!! নিজেকে চিনতে পারছিনা আমি। অশ্মরীর কান্না দেখেছো কখনো...?? কখনো কোন সপ্নহীন বালকের হাহাকার শুনেছো কান পেতে...?? পারবেনা শুনতে... সে ক্ষমতা তোমাদের নেই......।।
আমি কোনো অনুভুতি পাচ্ছিনা কেনো আজ। এতদিন তবু অনুভুতি ছিলো । তাহলে কি অনুভুতি শুন্য হয়ে গেলাম...?? এ জন্যই কি অচেনা লাগছে সব কিছু...?? সব কিছু ঘোলাটে লাগছে। সপ্নহীনতার কষ্ট টা অনেক বেশী তীক্ষ্ণ।
একটা তীক্ষ্ণ সুই এর মত করে মাথার মধ্যে কিছু একটা খুব বেশী কষ্ট দিচ্ছে। কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু কোনো অনুভুতি হচ্ছেনা। এ আবার কোন রুপ..??? সব কিছু ঘোলাটে হয়ে যাচ্ছে... চোখ ঝাপসা হয়ে আসছে...।
কষ্ট পাচ্ছি শুধু একটি তীক্ষ্ণ সুইয়ের মত শব্দ খুব বাজে ভাবে মাথায় আক্রমন করছে। কানে হাত দিয়েও আওয়াজ টা থামাতে পারছিনা অথচ প্রথমেই বলেছি আমার রাজ্যটা আজ অনেক নীরব। শুধু এই আওয়াজ টা থেমে গেলেই হয়তো শান্তি না থাকলেও চোখটা বুঝতে পারতাম আর মুক্তি মিলতো আমার। চির মুক্তি ...
Post a Comment