অনেক ভিন্ন একটা সকাল হওয়ার কথা ছিল আজ, অনেকটা নতুন। মনের আকাশটা ঝলমলে হওয়ার কথা ছিল। ঘন কুয়াশা পেরিয়ে একচিলটি মিষ্টি রৌদ্দু উঠার কথা ছিল। কথা ছিল নতুন উদ্যমে জাগার, নতুন ভাবে বাঁচার। বাঁচার আগ্রহটা নতুন করে ফিরে পওয়ার। কিন্তু তা হয় নি...
সকালটা সেই পুরোনই রয়ে গেছে, নতুন করে শুধু বুকের চিনচিনে ব্যাথাটা বেড়েছে। মনের আকাশটা ঘন কালো মেঘ থেকে আরো বেশি মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে বৃষ্টি হয়ে অঝর ধারায় ঝরছে, আজ বৃষ্টি পড়তে পড়তেও অনেকটা ক্লান্ত হয়ে থেমে গেছে। কুয়াশাটা আরো কুয়াচ্ছান্ন হয়ে আমার আমিকে বিলীন করে দিয়েছে । নিয়ে গিয়েছে আমার অস্তিত্ব, আমার অনুভুতি।
কি ক্ষতি হতো যদি ভিন্ন একটা সকাল হতো, নতুন একটা ভোর...??? কি ক্ষতি হতো যদি মনের আকাশটা ঝলমলে করে উঠতো...??? কি ক্ষতি হতো যদি কুয়াশাটা পেরিয়ে যেতো...???
সকালটা সেই পুরোনই রয়ে গেছে, নতুন করে শুধু বুকের চিনচিনে ব্যাথাটা বেড়েছে। মনের আকাশটা ঘন কালো মেঘ থেকে আরো বেশি মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে বৃষ্টি হয়ে অঝর ধারায় ঝরছে, আজ বৃষ্টি পড়তে পড়তেও অনেকটা ক্লান্ত হয়ে থেমে গেছে। কুয়াশাটা আরো কুয়াচ্ছান্ন হয়ে আমার আমিকে বিলীন করে দিয়েছে । নিয়ে গিয়েছে আমার অস্তিত্ব, আমার অনুভুতি।
কি ক্ষতি হতো যদি ভিন্ন একটা সকাল হতো, নতুন একটা ভোর...??? কি ক্ষতি হতো যদি মনের আকাশটা ঝলমলে করে উঠতো...??? কি ক্ষতি হতো যদি কুয়াশাটা পেরিয়ে যেতো...???
Post a Comment