"জীবনের নীতি"

কোন এক সময় রাস্তা পাড় হতে ভয় পেতাম,
আজ একা একাই জগৎ ঘুরে বেড়াই।
কখনো ক্লাস এ প্রথম হওয়ার জন্য পড়তাম,
এখন টাকা উপার্জন করার জন্য পড়ি।
আগে একটু আঘাতে কেঁদে ফেলতাম,
আজ হাজার কষ্ট বুকে নিয়েও হাসি।
আগে বন্ধুর সাথে একটুতেই ঝগড়া, একটুতেই মিলন হতো,
আর আজ অল্প কথাতেই সম্পর্ক শেষ হয়ে যায়।
সত্যি, জীবন অনেক কিছু শিখিয়ে দিল।।
বুঝে উঠার আগেই জীবন অনেক বড় করে দিল...।।