দিন দিন মাঠা ব্যাথাটা বেড়েই চলেছে। কোন ভাবেই কিছু হচ্ছে না, তবে কি সত্যি সত্যি...।। হ্যাঁ, সত্যি সত্যি...।। ডাক্তার দেখাতে দেখাতে আমি ক্লান্ত, এখন আর ভাললাগে না। ক্ষণিকের জন্য কেন তবে কমে যায় ব্যাথাটা !! মনে হয় মাঝে মাঝে ঘুমায় আর আমাকে বাঁচার স্বপ্ন দেখায়। আমি তো স্বপ্ন দেখতে চাই না। মাথার ব্যাথা টাও আমাকে নিয়ে খেলে...!!! কি যে অসহ্য সে ব্যাথা, কি যে যন্ত্রনা...।। আর পারি না...
মাঝে মাঝে বাঁচতে ইচ্ছা করে, মাঝে মাঝে জীবনটা কে খুব বেশি অসহ্য লাগে। তখন দিন গুনি কবে পৃথিবী ছাড়তে পারবো, যেমনটা এখন গুনতেছি...।
জীবন থেকে পালিয়ে বাঁচতে চাই না, চিরদিনের জন্য বিদায় নিতে চাই...।।
মাঝে মাঝে বাঁচতে ইচ্ছা করে, মাঝে মাঝে জীবনটা কে খুব বেশি অসহ্য লাগে। তখন দিন গুনি কবে পৃথিবী ছাড়তে পারবো, যেমনটা এখন গুনতেছি...।
জীবন থেকে পালিয়ে বাঁচতে চাই না, চিরদিনের জন্য বিদায় নিতে চাই...।।
Post a Comment