মাঝে মাঝে ইচ্ছে হয় ঘড়ির কাঁটাটাকে জোর করে পেছনে সরিয়ে দেই তাহলে ফিরে যেতে পারতাম কিছু মাস, কয়েক বছর আগের স্বর্ণালী সেই অতীতের সময় গুলোতে।। নিরব, নিস্তব্ধ এই বর্তমান আর অনিশ্চিত ভবিষ্যতের বেদনায় তাহলে আর কুঁকড়ে থেকে হৃদয়টা ক্ষত-বিক্ষত হতো না।
মাঝে মাঝে ইচ্ছে হয় জীবনটাকে ঝলমলে আলো দিয়ে আলোকিত করে রাখি দুঃখ, কষ্ট, বেদনা নামক শব্দ গুলোকে আস্তা কুঁড়ে ছুঁড়ে দিয়ে জীবনটাকে করে তুলি ফ্লাডলাইটের আলোর মত আলোকময়।
মাঝে মাঝে ইচ্ছে হয় ছুটে যাই সাগরের সেই পাড়ে যেখানে জীবনের জমে থাকা কষ্ট গুলোকে সাগরের জলের সাথে মিশিয়ে দিয়ে জীবনকে শুরু করা যায় নতুন করে।
মাঝে মাঝে ইচ্ছে হয় হাত বাড়িয়ে ধরি পূর্ণিমার ঐ চাঁদ যেখানে লুকিয়ে থাকে অব্যক্ত সব অনুভূতি জাগতিক সকল না পাওয়ার ব্যাথা ভুলে ভেসে যেতে ইচ্ছে করে পূর্ণিমার ঐ স্রোতে।
মাঝে মাঝে ইচ্ছে হয় জীবনটাকে ঝলমলে আলো দিয়ে আলোকিত করে রাখি দুঃখ, কষ্ট, বেদনা নামক শব্দ গুলোকে আস্তা কুঁড়ে ছুঁড়ে দিয়ে জীবনটাকে করে তুলি ফ্লাডলাইটের আলোর মত আলোকময়।
মাঝে মাঝে ইচ্ছে হয় ছুটে যাই সাগরের সেই পাড়ে যেখানে জীবনের জমে থাকা কষ্ট গুলোকে সাগরের জলের সাথে মিশিয়ে দিয়ে জীবনকে শুরু করা যায় নতুন করে।
মাঝে মাঝে ইচ্ছে হয় হাত বাড়িয়ে ধরি পূর্ণিমার ঐ চাঁদ যেখানে লুকিয়ে থাকে অব্যক্ত সব অনুভূতি জাগতিক সকল না পাওয়ার ব্যাথা ভুলে ভেসে যেতে ইচ্ছে করে পূর্ণিমার ঐ স্রোতে।
Post a Comment