আমরা সবাই কমবেশি কোন না কোন কাজে বিজি থাকি। তখন প্রিয় মানুষটি কল দিল, আপনি কেটে দিলেন, পর পর কয়েক বার কল দিল আপনি কেটে দিলেন। প্রিয় মানুষটি রাগ করলো, অভিমান করলো। তারপর ফ্রি হয়ে তাকে কল দিলেন, সরি বললেন, সব আগের মত ঠিক হয়ে গেলো। তারপর পর পর কয়েকবার এমন করলেন, আবার রাগ-অভিমান, আবার সরি, এভাবে দিনের পর দিন চলতে লাগলো। আপনি ভাবছেন কিছুই হবেনা, সরি বলেই সমাধান হয়ে যাবে, তবে এরকম বার বার হওয়ার ফলে, প্রিয় মানুষটির মনে দাগ পড়তে থাকবে, এভাবে পর পর কয়েকটি দাগ পড়বে, একটা সময় দাগ পড়ার মত আর যায়গা থাকবে না, তখন হাজারটা সরি, কানে ধরা, এগুলো মুল্যহীন হয়ে যাবে। আর ঠিক এভাবেই সুন্দর সম্পর্কের ফাটল ধরে, আর একটা সময়, সব শেষ।
যখন আপনি বিজি থাকেন, তখন অন্তত একটি মেসেজ দিয়ে বিজি থাকার কারণটা বলে দিতে পারেন, এইটুকু করলে কি খুব বেশী ক্ষতি হয়ে যাবে?
প্রিয় মানুষটি আপনাকে ঘন্টায় ঘন্টায় কল দেয়, কারণে-অকারণে এটা ওটা বলে, আর আপনার কাছে এগুলো বিরক্ত মনে হয়, কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন এমন করে...?? হয়তো ব্যস্ততার কারণে ভাবনার সময় পাননি। প্রিয় মানুষটি আপনাকে খুব বেশী ভালোবাসে বলে এমনটা করে, সে আপনার কাছে একটু সময় চায়, অফুরন্ত ভালোবাসা চায়। হয়তো দেরী করে আপনি সেটা বুঝতে পারলেন, আর যখন পারলেন তখন সেই রাগ করার মানুষটি আপনার পাশে নেই, আর তখন হতাশ হওয়া ছাড়া কিছুই নেই।
.
দিন শেষে আমরা সবাই একজনকে খুব বেশী মিস করি, একজনকে ভেবে ঘুমাতে যাই, আর তাকেই আমরা ভালোবাসি। দেরী করে হলেও সেটা একদিন আমরা বুঝতে পারি।
.
প্রিয় মানুষ গুলোর চাওয়া খুব কম হয়, একটু খানি সময়, একটু খানি Take care, আর অনেক গুলো ভালোবাসা। ভালোবাসা বেঁচে থাকে আদরে- যত্নে, মান-অভিমানে, তবে অবহেলায় নয়।
.
হাজার ব্যস্ততার মাঝে ভালোবাসার মানুষটিকে সময় দিন, তার পাশে থাকুন, তাকে বুঝুন। বেঁচে থাকুক ভালোবাসা আপন মানুষটিকে ঘিরে।
যখন আপনি বিজি থাকেন, তখন অন্তত একটি মেসেজ দিয়ে বিজি থাকার কারণটা বলে দিতে পারেন, এইটুকু করলে কি খুব বেশী ক্ষতি হয়ে যাবে?
প্রিয় মানুষটি আপনাকে ঘন্টায় ঘন্টায় কল দেয়, কারণে-অকারণে এটা ওটা বলে, আর আপনার কাছে এগুলো বিরক্ত মনে হয়, কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন এমন করে...?? হয়তো ব্যস্ততার কারণে ভাবনার সময় পাননি। প্রিয় মানুষটি আপনাকে খুব বেশী ভালোবাসে বলে এমনটা করে, সে আপনার কাছে একটু সময় চায়, অফুরন্ত ভালোবাসা চায়। হয়তো দেরী করে আপনি সেটা বুঝতে পারলেন, আর যখন পারলেন তখন সেই রাগ করার মানুষটি আপনার পাশে নেই, আর তখন হতাশ হওয়া ছাড়া কিছুই নেই।
.
দিন শেষে আমরা সবাই একজনকে খুব বেশী মিস করি, একজনকে ভেবে ঘুমাতে যাই, আর তাকেই আমরা ভালোবাসি। দেরী করে হলেও সেটা একদিন আমরা বুঝতে পারি।
.
প্রিয় মানুষ গুলোর চাওয়া খুব কম হয়, একটু খানি সময়, একটু খানি Take care, আর অনেক গুলো ভালোবাসা। ভালোবাসা বেঁচে থাকে আদরে- যত্নে, মান-অভিমানে, তবে অবহেলায় নয়।
.
হাজার ব্যস্ততার মাঝে ভালোবাসার মানুষটিকে সময় দিন, তার পাশে থাকুন, তাকে বুঝুন। বেঁচে থাকুক ভালোবাসা আপন মানুষটিকে ঘিরে।
Post a Comment