বুকের ভেতরের অনুভূতি গুলো অন্য একটা মানুষের উপস্থিতি আর অনুপস্থিতির উপর যখন নির্ভর করে, তখন বুঝতে হবে তুমি আর মানুষ নেই ।। কারো হাতের পুতুল হয়ে গিয়েছ , পুতুল কিন্তু মানুষের মতই।। মানুষের মত তার হাত পা চোখ নাক সব থাকে, শুধু পুতুলের হাতে একটা সুতো বাঁধা থাকে । সেই সুতোর মালিক অন্য একটা মানুষ ।
একবার অন্যের হাতে সুতো দিয়ে দিলে এরপর চাইলেও আর সুতো ছেঁড়া যায় না ।। চোখ বুঁজে বিশ্বাস করে কারো হাতে সুতোটা তুলে দেয়ার আগে তাই ভাবতে হয়।। এখন হয়তো সুতোর টানটা খুব ভালো লাগছে, একটা সময় সুতোর মালিক যখন চলে যাবে দূরে, ঐ টানটাই ব্যথা দিবে ... ভীষণ যন্ত্রণা দিবে ...।।
একবার অন্যের হাতে সুতো দিয়ে দিলে এরপর চাইলেও আর সুতো ছেঁড়া যায় না ।। চোখ বুঁজে বিশ্বাস করে কারো হাতে সুতোটা তুলে দেয়ার আগে তাই ভাবতে হয়।। এখন হয়তো সুতোর টানটা খুব ভালো লাগছে, একটা সময় সুতোর মালিক যখন চলে যাবে দূরে, ঐ টানটাই ব্যথা দিবে ... ভীষণ যন্ত্রণা দিবে ...।।
The Most Successful Sites for Crypto, Casino & Poker - Goyang
ReplyDeleteGoyang poormansguidetocasinogambling Casino & Poker is 메이피로출장마사지 one of the most herzamanindir.com/ famous and well known crypto gambling sites, founded apr casino in goyangfc.com 2012. They are popular because of their great